আস-সুন্নাহ ট্রাস্ট

সাম্প্রতিক সংবাদ

প্রশ্ন-৪৮: শিশুরা অসুস্থ হলে কী কী দু‘আ পড়তে হয়?

প্রশ্ন-৪৮: শিশুরা অসুস্থ হলে কী কী দু‘আ পড়তে হয়?

প্রশ্ন-৪৮: শিশুরা অসুস্থ হলে কী কী দু‘আ পড়তে হয়?

উত্তর: শিশুরা অসুস্থ হলে…, দর্শকের যদি সুযোগ থাকে আমাদের রাহে বেলায়াত বইটা পড়বেন। রাহে বেলায়াত বইয়ের ষষ্ঠ অধ্যায় পুরোটাই দু‘আর উপরে- অসুস্থতার জন্য রাসূল সাল্লাআলাহু আলাইহি ওয়া সাল্লাম কী দু‘আ পড়তেন, সকাল-সন্ধ্যায় কী দু‘আ পড়বেন। তবে স্বাভাবিকভাবে কয়েকটি বিষয়, মাবাবা ছোটবেলায় দু‘আ পড়বেন। রাসূল সাল্লাআলাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাহাবায়ে কিরাম বাচ্চাদের শেখাতেন। রাসূল সাল্লাআলাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান হুসাইনকে বলতেন:

أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ.
আমি তোমাদের দুজনকে আল্লাহর আশ্রয়ে রাখছি, আল্লাহর পরিপূর্ণ আশ্রয়ে রাখছি, শয়তান এবং বদ নযর থেকে এবং সকল কীটপতঙ্গ থেকে।
1সুনান তিরমিযি, হাদীস-২০৬০; সুনান আবু দাউদ, হাদীস-৪৭৩৭; সুনান ইবন মাজাহ, হাদীস-৩৫২৫; সহীহ বুখারি, হাদীস-৩৩৭১।
এই দু‘আটা সকালসন্ধ্যা পিতামাতা তার সন্তানদের জন্য পড়তে পারেন। অন্য হাদীসে এসেছে, রাসূল সাল্লাআলাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবন আমর ইবনুল আস রাযিআল্লাহু আনহু-কে শিখিয়েছেন। দু‘আটি হল:

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَأَنْ يَحْضُرُوْنِ.
এই দু‘আটা তিনি পড়তেন। বাচ্চাদের শেখাতেন এবং বাচ্চারা পড়ত।
2সুনান আবু দাউদ, হাদীস-৩৮৯৩।
এজন্য আমরা নিজেরা পড়ব। এছাড়া ঘুমানোর সময় সকালে-সন্ধ্যায় যে আয়াতুল কুরসি, কুল হুওয়াল্লাহু আহাদ, কুল আউযূ বি-রাব্বিল ফালাক, কুল আউযূ বি-রাব্বিন নাস- এগুলো পড়ে পড়ে তাদের আমরা ফুঁ দিতে পারি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
আপনার ইমেইল
Print

মন্তব্য করুন

Your email address will not be published.