প্রশ্ন-৩৯ অনেক আলিম বলে থাকেন, তিনবার ‘বিসমিল্লাহ’ বলে কাপড়ের পানি চিপে না ফেললে কাপড় পবিত্র হয় না। শরীআতে এর কোনো নিয়ম আছে কি না
উত্তর: অর্থাৎ কাপড় ধোয়ার জন্য ‘বিসমিল্লাহ’ বলে তিনবার চিপা লাগবে কি না, এই হল প্রশ্ন। প্রথম কথা, সাধারণ কাপড় ধোয়ার জন্য ওসব কোনো ব্যাপার নয়। কিন্তু কাপড় যদি নাপাক হয়, আপনি জানেন কোন জায়গায় নাপাক লেগে আছে, তাহলে নাপাকি কাপড় থেকে ধুয়ে ফেলাটা হল জরুরি। যদি নাপাকির আকৃতি দেখা যায়- এটা দূর করাটা জরুরি, যতটুকু সম্ভব। এরপরে তিনবার ধোয়াটা জরুরি না। এটা সাবধানতা। কাপড়ের ময়লাটা ধুয়ে ফেলা জরুরি।