জিজ্ঞাসা: ১০৬
বিভিন্ন সরকারি অফিসে যখন আমরা কাজের জন্য যাই, যারা সার্ভিস দেয়ার জন্য বসে থাকে, সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ, এদের মধ্যে অনেকেই আছে যারা কাজের বিনিময়ে অর্থ নেয়। না হলে তারা কাজ করতে চায় না। এটাকে আমরা ঘুষ বলতে পারি। এই ঘুষ দেয়ার কারণে আমরা দায়ি হব কি না? কারণ ঘুষ ছাড়া তারা এ কাজটা করতে চায় না।
জবাব:
ঘুষ হারাম। কেউ যদি আমার হক কাজের জন্য জোর করে ঘুষ আদায় করে, এটা মূলত ঘুষ না। এটা হল চাঁদাবাজি। বুকে ছুরি ধরে চাঁদা নিয়েছে। মাজবুর, বাধ্য। এতে আল্লার কাছে তাওবা করবে, সে তো বাধ্য হয়ে দিয়েছে, এখানে কিছু করার নেই। যৌতুক হারাম, দেওয়া হারাম, নেওয়া হারাম। এখন, জামাই জোর করে যত আদায় করেছে, যৌতুক না দিলে সে মেয়ে ছেড়ে দেবে- এক্ষেত্রে পুরো গুনাহই জামাইয়ের হবে, শ্বশুরের হবে না।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
জিজ্ঞাসা ও জবাব (৫ম খণ্ড), নভেম্বর ২০২০ ঈসায়ী, পৃ. ১৮৫