রাসূলুল্লাহ সা. উম্মতের এ অধঃপতনের ভবিষ্যদ্বাণী করে বলেন,
يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلالِ أَمْ مِنْ الْحَرَامِ
“মানুষের মধ্যে এমন এক সময় আসবে, যখন মানুষ নির্বিচারে যা পাবে তাই গ্রহণ করবে। হালাল সম্পদ গ্রহণ করছে না হারাম সম্পদ গ্রহণ করছে তা বিবেচনা করবে না।”1বুখারী (৩৯-কিতাবুল বুয়ূ, ৭-বাব মান লা ইউবালি..) ২/৭২৬, নং ১৯৫৪ (ভারতীয়: ২/২৭৬।
অন্য বর্ণনায় বলা হয়েছে:
فَإِذْ ذَلِكَ لاَ تُجَابُ لَهُمْ دَعْوَةٌ
“তখন তাদের কোনো দু‘আ কবুল করা হবে না।”2জামিউল উসূল ১০/৫৬৯; আত-তারগীব ২/৫৩৮, নং ২৫৭৬।
মুহতারাম পাঠক, এ সকল হাদীস থেকে আমরা দেখি যে, হারাম জীবিকা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দেয়।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
রাহে বেলায়াত, জানুয়ারি ২০২১ ঈসায়ী, পৃ. ১২৮