হাদীসের সনদ

দীসের বিশুদ্ধতা ও নির্ভুলতা যাচাইয়ের জন্য কুরআন কারীমে ও হাদীস শরীফে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে নির্ভুল ও আক্ষরিকভাবে তা মুখস্থ করে প্রচার করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখস্থ ও নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনো হাদীস বলতে নিষেধ করা হয়েছে। অপরদিকে অন্যের বর্ণিত বা প্রচারিত হাদীস পরিপুর্ণ যাচাই ছাড়া গ্রহণ করতে নিষেধ করা হয়েছে।