অনুরূপভাবে রাসূলুল্লাহ সা. বিভিন্ন হাদীসে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন। অন্য কোনো হাদীসে তিনি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার কোনো অনুমতি সুস্পষ্টভাবে প্রদান করেননি।
এ ক্ষেত্রে যদি আমরা বলি যে, তিনি অমুক কারণে নিষেধ করেছেন, বা অমুক প্রকারের সাজদা নিষেধ করেছেন, অমুক আয়াতের বর্ণনায় অথবা অমুক হাদীসের বর্ণনায় তিনি যে কথা বলেছেন তাতে সাজদা জায়েয হওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে, ইত্যাদি বলে আমরা যদি সাজদা জায়েয করি তাহলে মূলত আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করে সুন্নাত পরিত্যাগ করলাম।
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ)
এহইয়াউস সুনান, এপ্রিল ২০১৭ ঈসায়ী, পৃ. ২২৬