As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 8508

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, আমি ভারত থেকে বলছি, আমার একটি প্রশ্ন করার আছে, ঈশার ফরজ সালাতে দু সিজদার মাঝে আত্তাহিয়াতু না বলে ইমাম উঠে গিয়েছেন তিন রাকাতে সালাম ফিরানো হয়ে গেছে, আবার পরে এক রাকাত নামাজ পড়িয়েছেন পুরো নামাজটা কি শুদ্ধ হয়েছে, না আবার পুনরায় পড়তে হবে. বিস্তারিত জানাবেন? আমার দ্বিতীয় প্রশ্ন: আমার কাকার হাত ভেঙে গেছে ওযু করতে সমস্যা হচ্ছে ভাঙ্গা হাতে পানি স্পর্শ এলে সেফটিক হওয়ার সম্ভাবনা আছে। তো এই অবস্থায় তায়াম্মুম করে সালাত পড়লে শুদ্ধ হবে কি, বিস্তারিত জানাবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। ইমাম সাহবে যদি সাজদায়ে সাহু দিয়ে থাকেন তাহলে সালাত শুদ্ধ হয়েছে। আর যদি না দিয়ে থাকেন তাহলে পূনরায় ইমামসহ সকল মুসল্লির এ সালাত আদায় করতে হবে।

২। যে হাত ভেঙে গিয়েছে সেই হাত পানি লাগাবে না। ব্যান্ডেজ থাকলে ব্যান্ডেজের উপর মাসেহ করে নিবে। অন্যান্য অঙ্গগুলো যথা নিয়মে ধুয়ে ওযু করে সালাত আদায় করবে। প্রয়োজেন অন্য কারো সাহায্য নিয়ে ধৌত করবে।