As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6596
আমি বর্তমান লন্ডনে বসবাস করছি ।এখানে সব মাযহাবের মানুষকে নামাজ পড়তে দেখেছি ।কিন্তু আমি বিভিন্ন সময় কাজের সুবাদে অনেক জায়গায় নামাজ পড়ি এবং নামাজে যখন দাঁড়ায় তখন দুইএকজন ব্যাক্তি নামাজ পড়তে আসে ঠিক তখন পিছন থেকে পিঠে ছোয়া দিয়ে আমার সাথে নামাজে দাড়িয়ে পড়ে।একজন এভাবে দাড়ায় এবং পরবর্তী সময়

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6596

প্রশ্ন

আমি বর্তমান লন্ডনে বসবাস করছি ।এখানে সব মাযহাবের মানুষকে নামাজ পড়তে দেখেছি ।কিন্তু আমি বিভিন্ন সময় কাজের সুবাদে

অনেক জায়গায় নামাজ পড়ি এবং নামাজে যখন দাঁড়ায় তখন দুইএকজন ব্যাক্তি নামাজ পড়তে আসে ঠিক তখন পিছন থেকে পিঠে ছোয়া দিয়ে আমার সাথে নামাজে দাড়িয়ে পড়ে।একজন এভাবে দাড়ায় এবং পরবর্তী সময় আরেকজন আসলে সে আমার ডান পাশ থেকে নামজরত অবস্থপিছনে সরে গিয়ে পরেরবার আসা লোকটির সাথে দাড়িয়ে নামাজ আদায় করে ।

এখন আমার প্রশ্ন

১। এভাবে কি নামাজ হয়।

২। আমি সুন্নত নামাজ আদায় করছি নাকি ফরজ নামাজ আদায় করছি এটা তো তারা জানতে পারছে না ।

৩। এমতাবস্থায় আমিও কিছু বলতে পারি নাই তাদেরকে ।এই সমস্যা নিয়ে আমি চরম বিভ্রান্ত হয়ে যায় ।নামাজরত অবস্থায় তো কিছু বলা যায় না এবং নামাজ শেষে তাদের কিছু বলতে পারি না ।

আরেকটি প্রশ্ন

ঈদের সময় একটি গ্রুপ সৌদি আরব এর সাথে মিলিয়ে ঈদ করে এবং আরেকটি গ্রুপ বলছে ঈদ হয় চাঁদ দেখে ।এটা আমাদের নবীজী বলেছেন । যারা সৌদির সাথে ঈদ করছে তারা আমাদের বাঙালি কমিউনিটিসহ আর অনেকদেশ আছে। দুই ঈদ এই ঘটনা ঘটে । যারা চাঁদ দেখে ঈদ করে তাদের কথা এই যে যে দেশে চাঁদ দেখা যায় তারা নিকটবর্তী কোনো মুসলিম দেশের সাথে ঈদ করবে আর যদি মুসলিম দেশ না থাকে তাহলে সৌদির সাথে ঈদ করবে ।এবং বলছে যখন লন্ডনে ফজর নামাজ হয়  তখন  কি সৌদি তে ফজর নামাজ হয় কারণ দুইজায়গায় দুইরকম সময় আছে । আমাদের বাঙালি কমিউনিটি সাথে যারা তারা বলছেন দুই ঘন্টা পার্থক্য সে জন্য আমরা সৌদি সাথে ঈদ করতে পারি । কখন কিভাবে এই প্রশ্নের উত্তর পেতে পারি আমাকে দয়া করে  জানানোর অনুরোধ রইলো । আমি চরম বিভ্রান্ত এই বিষয় গুলো নিয়ে । এমন অবস্থায় আমার কি করা উচিত ?

 

 

 

উত্তর

১। জ্বী, এভাবে নামায হবে। ২। যারা দাঁড়ায় তারা খুব সম্ভবত এই ফিকহের আলোকে এটা করে যে, সুন্নাত আদায়কারীর পিছনে ফরজ আদায় করা জায়েজ। হানাফী মাজহাবে এটা জায়েজ না হলেও অন্যান্য মাজহাবে সুন্নাত আদায়কারীর পিছনে ফরজ আদায় করতে কোন সমস্যা নেই, জায়েজ আছে। ৩। যদি সবাই মিলে একদিনে ঈদ উদযাপর করতো তাহলে সেটা সবচেয়ে ভালো হতো। যেহেতু ভাগ হয়ে গেছে, এখন আমাদের পরামর্শ হলো স্থানীয় আকাশের চাঁদ দেখা অনুযায়ী আপনি ঈদের নামায আদায় করবেন। হাদীসে এমনই পাওয়া যায়।