As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর

আস-সালামু আলাইকুম। কোনো গৃহিনীর যদি জমানো টাকা থাকে আর সে তা থেকে যাকাত দেয়, তাহলে কি তার জন্য নিজের টাকায় কোরবানি দেয়াও ফরজ? স্বামীর টাকা দিয়ে স্বামী গৃহিনীর নামে কোরবানি দিলে কি সেটা কবুল হবে?
আস-সালামু আলাইকুম, জাকাতের জন্য বাংলাদেশে সরকার প্রদত্ত গর্ভাবস্থা ভাতা এবং শিশু যত্ন ভাতা দিয়ে কীভাবে এগিয়ে যেতে হবে তা জানা আমার জন্য গুরুত্বপূর্ণ। যেখানে, 1) আমার স্ত্রীর সোনার অলঙ্কার আছে, 2) একটি ইসলামী ব্যাংক বাংলাদেশে তার ব্যাঙ্ক ব্যালেন্স আছে, 3) তিনি তার এবং সন্তানের জন্য শুধুমাত্র ‘ফল খাওয়ার’ জন্য 30000.00+ টাকা ভাতা পান। (এই ভাতা তিনি একবারে পাননি; এটি মাসিক ভিত্তিতে।) কিন্তু আমি “ফল ক্রয়ের খরচ” বহন করি এবং সে তার ব্যাংকে ভাতার টাকা জমা করে। প্রশ্নঃ তিনি সরকারের কাছ থেকে যে ‘সঞ্চয়কৃত অর্থ’ পেয়েছেন তার জন্য আমাদের কি জাকাহ দিতে হবে? যদি হ্যাঁ হয়, কিভাবে এবং কখন?
আমি সপরিবারে বিদেশে থাকি। বাবা মা পরলোকগত। দেশে থাকার মতো বাড়িঘর নেই। তাই ৭ বছর যাবত দেশে আসা হয়নি। IBBL ও Al Arafa ব্যাংকে বেশ কিছু ফিক্সড ডিপোজিট আছে। জাকাত পরিশোধের মতো নগদ টাকা হাতে নেই। এবং ব্যাংক দেউলিয়া হবার সম্ভাবনাও আছে। তাই আমার গচ্ছিত টাকা তুলতে পারব কিনা জানি না। তাই প্রতি বছর জাকাত হিসাব করে রাখছি দেশে আসতে পারলেই ব্যাংক থেকে তুলে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি মারা গেলে স্ত্রী সন্তানদের অসিয়ত করে রেখেছি দিয়ে দেবার জন্য। জাকাতের হিসাবও তাদের জানিয়ে রাখছি। এখন প্রশ্ন হলো আমার ব্যাংকে রক্ষিত মোট টাকার সাথে বিগত বছরের জাকাতের টাকাও জমা আছে। এখন
আস-সালামু আলাইকুম, আমাদের পরিবারের সকল জমি (নিজ গ্রাম এবং চর এলাকায়) বর্গাচাষী চাষ করেন। নিজ গ্রামের জমির ফসল অর্ধেক দিবেন হিসেবে বর্গা দেওয়া। যদিও ফসল ভাগ করার জন্য আমাদের যাওয়া সম্ভব হয় না। ফসল উঠানো পর বর্গাচাষী ভাগ করে আমাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়ে থাকেন। চর অঞ্চলের জমির ফসলের ভাগ নিদিষ্ট করে দেওয়া (উদাহরণ ৫০ মণ দিতে হবে)। কিন্তু বর্গাচাষী ফসলের ভাগ দেওয়ার সময় কম দিয়ে থাকেন। আমরা ও এতে আপত্তি করি না। উল্লেখ্য যে চর অঞ্চলের বর্গাচাষী তার নিজ দায়িত্বে ফসল বিক্রি করে আমাদের কে টাকা দিয়ে থাকেন। আরো উল্লেখ্য যে গ্রামের জমির মত অর্ধেক দিবেন হিসেবে বর্গা দেওয়া হলে ফসল অনেক কম দিয়ে থাকেন এবং ফসল কাটার সময় এবং
আমি একজন ছাত্র। আমার কাছে এক বছর আগে ৮০ হাজার টাকার মত ছিল। পরবর্তীতে আমি তার পুরোটাই এবং সাথে আরো ২০০০০ টাকা ধার করে মোট এক লক্ষ টাকা ব্যবসায়িক উদ্দেশ্যে স্বর্ণ কেনার জন্য ব্যয় করি। এরপর আমার কাছে জমানো কোনো টাকা ছিল না। গত প্রায় এক মাস আগে এই স্বর্ণ বিক্রি করে আলহামদুলিল্লাহ ১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা আয় করি। আরো কিছু টাকা এই মাসে ব্যাংকে রাখায় তা ১ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি হয়। আমার কি যাকাত আসবে? যদি আসে তা কত টাকার ওপর আসবে?
আমি জানতে চাচ্ছিলাম যে, আমার আব্বা মারা যাবার পর তার ব্যাংকের টাকার মালিকানা আমার। তাই আমাকে যাকাত দিতে হবে। টাকা গুলো ব্যাংকে রাখা। ঐটাকা দিয়ে আমরা চলি। যদি ঐ টাকার উপর একবার যাকাত দেয়া হয়। পরবর্তী বছরে কি আবার বাকি টাকার উপর যাকাত দিতে হবে?
আস-সালামু আলাইকুম শায়খ, আমার একটা প্রশ্ন যাকাত নিয়ে? আমার কাছে ৩ ভরি স্বর্ন আছে আর সাথে ৪-৫ হাজার টাকা আছে,কোনো রুপা নেই। আমার কি এখন যাকাত দিতে হবে। জানালে খুবই উপকার হবে।
১. আমার এক বন্ধু তার এক নিকটাত্মীয়কে যাকাতের টাকা দিয়ে কিছু করে দিতে যাচ্ছে। এজন্য সে চাচ্ছে প্রতিবছর তার প্রদেয় যাকাতের টাকা ব্যাংকে জমা রাখতে। ৫/৭ বছর পরে,ব্যাংকে সঞ্চিত টাকা তুলে একবারে তার আত্মীয়কে দিয়ে দিবে। এভাবে যাকাত দেওয়া কি বৈধ? ২. এভাবে প্রদেয় যাকাতের ব্যাংকে সঞ্চিত অর্থ প্রতিবছর নিসাবের সাথে কি যোগ করতে হবে?
আস-সালামু ওয়ালাইকুম হুজুর। আমি একটা অনেক বড় সমস্যার মধ্যে পড়েছি। আল্লাহর অশেষ রহমতে গত ৩ বছর ধরে আমি যাকাত আদায় করছি। আল্লাহর রহমতে আমার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। কিন্তু এই বছর আমার সম্পদ আছে কিন্তু সেই পরিমাণ অর্থ নেই। আমি এখন অনেক সমস্যার মধ্যে পড়েছি, আমি এখন কিভাবে যাকাত আদায় করবো? আমাকে যদি এই ব্যাপারে একটু মাসয়ালা দিতেন আমি অনেক উপকৃত হতাম।
আস-সালামু আলাইকুম। আমার বিয়ের ৯ভরি গোল্ডের গহনা আমি গত বছর ২০২২ সালের অগাস্ট মাসে ৬লক্ষ টাকায় বিক্রি করি। সেই টাকার কিছু অংশ দিয়ে আমি উমরা হজ করেছি। বাকি টাকার উপরে আমি কি এখন জাকাত দিবো? আমার টাকার ১বছর হয়নি এখনো।
আস-সালামু আলাইকুম, আমাদের যাকাতের সমস্ত টাকা দিয়ে যদি আমার এক আত্মীয় কে চিকিৎসা করানোর ব্যবস্থা করে দি তাহলে কি আমাদের যাকাত আদায় হবে? এবং, উনি কি তা গ্রহন করতে পারবে? (তাদের চলার মত অর্থ আছে কিন্তু চিকিৎসা করানোর সমর্থ নেই)
আস-সালামু আলাইকুম, সন্মানিত শায়েখ, আমার গত বছর নেছাব পরিমান সম্পদ ছিল ১০ লক্ষ টাকা। বিগত যাকাত হিসাবের পরে কোন সম্পদ ধরুন আরো ৩ লক্ষ টাকা যোগ হলে আর তা যদি ১ বছর না পূর্ণ হয় তাহলে কত টাকার উপর এবার যাকাত হবে। ১০ লক্ষ নাকি ১৩ লক্ষ?
আমার গ্রামে একটি ছেলে বৃদ্ধাশ্রম চালায়। আমি কি সেই বৃদ্ধাশ্রমে যাকাতের টাকা দিতে পারব?
আস-সালামু আলাইকুম। আমি একজনের সাথে পার্টনারশিপে ব্যবসা করছি এবং সেইখানে আমি কিছু টাকা বিনিয়োগ করেছি। তার সাথে আমার ব্যবসায়িক চুক্তি অনুযায়ী আমি যদি আমার বিনিয়োগ করা টাকা কখনও উঠাতে চাই তাহলে আমাকে কমপক্ষে ২ মাস আগে জানাতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাকে কি উক্ত বিনিয়োগকৃত টাকার উপর যাকাত আদায় করতে হবে? অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ।
আস-সালামু আলাইকুম আমি মোহরানা এবং গিফট মিলে প্রায় পাঁচ ভরি (এর কমও হতে পারে) স্বর্ণ আমি পেয়েছিলাম। কিছু স্বর্ণ আমি ব্যবহারও করি। এখন আমার প্রশ্ন হচ্ছে… ১.আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা? ২.আমি বিয়ের পর হাদিয়া হিসেবে কিছু টাকা পেয়েছিলাম, টাকার পরিমান প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা। এ টাকা আমার স্বামী বা অন্য কেও প্রায় প্রতি মাসে ঋণ নিয়ে আবার শোধও করে দেয়। আমি আবার আমার প্রয়োজনীয় জিনিস কিনলে আবার স্বামীর থেকে টাকা নিয়ে ওই টাকা পূরণ করে রাখি। এছাড়া এই টাকা দিয়ে আমার মোবাইল কিনারই নিয়ত আছে, আরও কিছু টাকা জমিয়ে। উল্লেখ্য এ টাকা একবছর পূর্ণ হয়নি।
হজ্জের উদ্দেশ্যে সঞ্চিত অর্থের (প্রায় ৮ লক্ষ টাকার) উপর যাকাত আসবে কি?
আস-সালামু আলাইকুম। এক ভাই খুব ভালো বেতনের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ জব করে। উনার স্যালারি টাকা দিয়ে উনি ৪সন্তান ও স্ত্রী নিয়ে আলাদা থাকে। উনি এবং উনার স্ত্রী বিভিন্ন কারণে ব্যাংক থেকে অনেক সময় অনেক টাকা লোন নেয়। যেমন: স্ত্রীর গ্রামের বাড়িতে ফিশারিং, গহনা। স্বামীর মোটরসাইকেল, কম্পিউটার, স্মার্ট টিভি, মোবাইল সহ অফিসের বিভিন্ন ইলেকশন এ বন্ধুদের হেল্প করে ইত্যাদি। সেই ভাই তার মাতাপিতাকে আর্থিক মানসিকভাবে সহায়তা তো দূরে থাক বরং প্রেসারক্রিয়েট করে উনাকে উল্টা বাড়ি বিক্রি করে বাবা যেন টাকা দেয়। যখনোই ব্যাংক থেকে চাপ আসে তখনই, বর্তমানে ওয়ারেন্ট বেরিয়েছে তার নামে। প্রায় সময় ব্যাংক চাপ দিলে বাবার কাছ
আস-সালামু আলাইকুম। যাকাতের মাসালা বিষয়ক আমার প্রশ্নটি নিম্নরূপঃ আমার বাবা ৯০ এর দশকে আমার দুই জ্যাঠার নামে আলাদা করে কিছু জমি কিনে দেন। উল্লেখ্য, আমার দুই জ্যাঠাই তখন যাকাত নেয়ার উপযুক্ত ছিলেন। এই জমি আমার মেজ জ্যাঠা এখনো আবাদ করছেন। মরহুম বড় জ্যাঠা তার নামে কিনে দেয়া জমি পরবর্তীতে বাড়ি নির্মাণের জন্য বিক্রয় করে দেন যে বাড়িতে তার সন্তানরা এখনো বসবাস করছেন। এমতাবস্থায়, আমার বাবা যদি কিনে দেয়া সেই জমিগুলো যাকাত হিসেবে বিবেচনা করতে চান তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে যায়েজ হবে কিনা? এখানে উল্লেখ্য যে, আমার মেজ জ্যাঠার বর্তমান আর্থিক অবস্থায় তিনি যাকাত গ্রহণ করার উপযুক্ত। আর আমার বড়
ঋণের টাকার যাকাত দিতে হবে কিনা? যেমন ধরুন আমি কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করি, এখনো ঋণ পরিশোধ করতে পারিনি, এখন আমার এই ঋণের টাকায় কেনা ব্যবসায়ী পণ্যের উপর কি যাকাত দিতে হবে?
আস-সালামু আলাইকুম শায়েখে, ১) আমার নিকট ২৩৭৫০০৳ রয়েছে এখান হতে। কত টাকা যাকাত দিবো? ২) আমার ফুফাতো ভাই গেল বছর মারা গেছে। আমার জানা মতে সে তার স্ত্রী এবং মেয়ের জন্য তেমন সম্পদ রেখে যায় নি, তার স্ত্রীর ইনকাম সোর্স বলতে তার ভাই এবং ভাসুর নাম মাত্র কিছু টাকা দেয় চলার মত ।তাকে কি আমি যাকাত দিতে পারবো??? ৩) আমি রহিঙ্গা ক্যাম্পে চাকুরি করি আমি কি রহিঙ্গাদের যাকাতের টাকা দিতে পারবো? ৪) আমার মায়ের ৫ভরি সোনা এবং ৩লক্ষ টাকা আছে যেহেতু সোনার নিসাব হয়নি কিন্তু টাকার নিসাব হয়েছে সে ক্ষেত্রে টাকার সাথে কি ৫ভরি সোনার হিসেবও কি আসবে? শুকরিয়া
স্বর্ণের সাথে কিছু টাকা থাকলে (মোট মূল্য রুপার নিসাব স্পর্শ করলে) জাকাত দিতে হয়, এক্ষেত্রে কিছু টাকার পরিমাণটা কত, জানা খুব জরুরী? ধরেন 2.5 ভরি স্বর্ণের সাথে ৫০০/১০০০ টাকা থাকলে কি জাকাত দিতে হবে?
আমি ব্যাংকার, পেনশান গিয়েছি, পেনশানের টাকা ব্যাংকে জমা ও সঞ্চয় পত্রে জমা আছে, এই সব টাকার যাকাত দিতে হবে কি?
আস-সালামু আলাইকুম, মুহতারাম, আমি একজনকে ৫০০০ টাকা ধার দিয়েছি। দেওয়ার সময় নিয়্যত করেছিলাম, যদি দিতে না পারে তাহলে যাকাত হিসাবে দিয়ে দিব। অনেকদিন হয়ে গেছে টাকা ফেরত পাইনি এবং আমিও কিছু বলিনি। এখন আমার যাকাত দেওয়ার সময় এসেছে। সেই টাকা যাকাত হিসাবে কি গন্য হবে। (তাকে বলে দিব যে আপনার আর টাকা দেওয়া লাগবেনা।) দ্বিতীয় প্রশ্নঃ ব্যাংকের ডি পি এস এবং নগদ মিলে ২৫,০০০০ টাকা থাকলে কি যাকাত দিতে হবে?
১. আমার কাছে যদি স্বর্ণ, রুপা এবং নগদ টাকা মিলে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আমি যাকাতের হিসাব কিভাবে করবো? ২. আমার নামে একটি জমি এবং সেখানে বাসা ভাড়া থেকে প্রাপ্ত টাকা আমি আমার বাবাকে দেই (পুরোটাই) তার খরচ করার জন্য।এমতাবস্থায় উক্ত বাসা ভাড়া থেকে প্রাপ্ত টাকার যাকাত কি আমাকে দিতে হবে কিনা? ৩.আমার কিছু টাকা ডি.পি.এস. হিসাবে আছে। সেটার যাকাত কিভাবে হিসেব করবো?