As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর

শায়েখ কোনো মসজিদের ইমাম যদি বিশ্বাস করে গায়েবের খবর আল্লাহ ব্যতিত অন্য কেউ জানে এবং আল্লাহ কে দুনিয়ায় থাকতেই দেখা যায়। তাহলে কি তার পেছনে নামাজ পরা যাবে?
আস-সালামু আলাইকুম। দয়া করে উত্তর দিবেন। আমি খুব চিন্তিত। আমার বিভিন্ন গরু, ছাগল, কুকুর পশু দেখলে মনে আমি যেন অদের ভক্ত করছি। এদের থেকে আমি দূরে থাকার চেষ্টা করি। কিন্তু দেখলেই এমন মনে হয়। এটা কি সত্যিই আমার মনের সমস্যা, নাকি শিরক ই। এমন হওয়ার কারণ কি? এভাবে তো চলা যায় না।
আস-সালামু আলাইকুম। ইসলামি আকিদা বই এর দলিল গুলো কোথায় দেখব। আল হাদিস নামে যে আপ টা আছে তাতে তো পাওয়া যায় না।
আসসালামু আলাইকুম। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নন। আল্লাহর তো কারো সাহায্যের প্রোয়োজন নেই। তাহলে কেন আল্লাহ সূরা মুহাম্মদের ৭ নম্বর আয়াতে মুমিন বান্দাদের কাছ থেকে সাহায্য চাইছেন। এই বিষয়ে আমার সংশয় রয়ে গেছে। দয়া করে জানালে উপকৃত হব।
দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন। মরক্কো তে জুম্মার নমাজ যে ইমমের পেছনে আদায় করেছি তার দাড়ি চিলনা এবং বিশ্ষ কারী আব্দুল বাছিত এর দাড়ি চিলনা তাহলে কি উনাদের পেছনে কারো নমাজ হয়নি?
আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমার ২ টি প্রশ্ন প্রশ্ন ১. আমাকে যখন কেউ বলে কেমন আছেন জিজ্ঞাসা করে তার উত্তরে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় এখন কথা হচ্ছে এখানে আপনাদের দোয়ায় বলা কি কোনো শির্ক হচ্ছে কি না? প্রশ্ন ২. আমরা অনেকেই জামায়াতে ফরজ নামাজ এর পর হাত তুলে মোনাজাত করি আবার বিভিন্ন মিলাদ, মাহফিল বা যেকোনো সভায় হাত তুলে মোনাজাত করে থাকি কিছু হল। আমি বিভিন্ন আলেমের বয়ান শুনে জানতে পারি জামায়াতের সাথে হাত তুলে মোনাজাত করা বেদাত। তবে বিষয়টি নিয়ে সম্পুর্ণ পরিষ্কার না তাই জানতে চাওয়া। যেকোনো অবস্থায় জামায়াতের সাথে হাত তুলে মোনাজাত করা বেদাত নাকি শুধুমাত্র ফরজ নামাজের পর জামায়াতের সহিত মোনাজাত করা?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুরা আল আনয়ামের 101 নং আয়াতের শেষ দিকে বলা আছে যে, আল্লহ্ সবকিছু সৃষ্টি করেছেন। আর তিনি সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ (অর্থাৎ তাঁর জ্ঞানের বাইরে কিছুই নাই বা সবই তাঁঁর জ্ঞানের অন্তর্ভুক্ত)। তাহলে নিশ্চয় আল্লহর সৃৃৃষ্টির বাইরে কিছুুুই নাই। কারণ আল্লহ্ সবকিছু সৃৃষ্টি করেছেন। তাহলে আল্লহও সৃষ্টির মধ্যে পড়ে। কিন্তু আমরা জানি আল্লহ্ সৃষ্ট নন। এখন আমার প্রশ্ন হল এই যে, তাহলে ক্বুল্লি শাইয়িন (সবকিছু) শব্দের সঠিক অর্থ কী? সবই কী ক্বুুুুল্লি শাইয়িন এর অন্তর্ভুক্ত নাকি কিছু অন্তর্ভুক্ত আর কিছু অন্তর্ভুক্ত না? কোনগুলো ক্বুল্লি শাইয়িন এর অন্তর্ভুক্ত এবং কোনগুলো ক্বুল্লি শাইয়িন এর অন্তর্ভুক্ত না সে সম্পর্কেও বলুুুন ।
আসসালমুয়ালাইকুম, ১. আল্লাহকে খোদা,মাবুদ ডাকা যাবে কি? ২. হোচট খেয়ে বা অন্য কোন কারণে ওরে বাবা,ওরে মা& এধরনের কথা বললে শিরক হবে কি?
বিশেষ প্রয়োজনে, মোজার উপর যেমন ওযুর মাসেহ করা যায়, মেয়েরা কি তার হিজাব এর উপর তেমন করে মাথা মাসেহ করতে পারবে? যেমনঃ বাহিরে থাকলে অযু করে নামাজ পড়তে গেলে হিজাব খুলে অযু করতে হয়। তখন কি হিজাবের উপর মাসেহ করা যাবে?
আয়নাপরা বলে একটি বিষয় সম্পর্কে শুনা যায়। আয়নাপরার মাধমে কোনো চুরি হওয়া বস্তু অথবা চোরকে আয়নার ভেতরে দেখা যায়। আয়নাপরা সম্প্কে ইসলাম এর বিধান কি?
Assalamualikum. আক্বীদা এবং তাওহীদের মধ্যে কোন পার্থক্য আছে কি? দয়া করে জানাবেন। যাযাকুমুল্লাহ
আল্লাহ তাআলা কি সর্বত্র বিরাজমান কিনা দয়া করে জানাবেন এবং আল্লাহ তাআলার আকার আছে কি না? না আল্লাহ তো নিরাকার দলিল সহকারে উত্তর চাই?
Assalamualaikum! 1.kono mohila ba poros sodo sondorjo rokko ba dekanor jonno porda kore othoba 1ta cheler jonnoy kono meye porda korle ta ki kono shirk hobe, jodi hoy tahole eta kon porjayer shirk? 2.amra onk somoy sodo amader ma-babar boka theke bacar jonny salat aday kori, ete ki kono shirk hobe? 3.kew jodi bandar shate somporkita kono gonah onner maddome khoma ceye ney tahole a ki hobe?
আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাঃ) স্যার এর বঙ্গানুবাদ ইমাম আবু হানিফার রচিত আল ফিখুল আকবর বইটি পড়েছি কিন্তু আমাকে কিছু আলেম বলছেন এই বইটি ইমাম আবু হানিফা (রাঃ) কিতাব এটা প্রমাণিত নয়, আসলে এর কোনটা সত্য তা জানতে চাচ্ছিলাম।
Assalamualaikum. My niece is 8 years old. She received birthday invitation from her freind. Is she allowed to attend the birthday party with her mother? JazakAllahu Khair.
আসসালামু আলাইকুম? শায়েখ আমরা কি ভাল প্রার্থী কে ভোট দেব না?
আমি অসুস্থতার কারণে নামাজে যেতে পারি নাই – এইটা বলা কি শির্ক হবে? কি কি কথা শির্কের অন্তর্ভুক্ত হতে পারে?
আল্লাহ্ শব্দের বাদ দিয়ে আমরা বলি আল্লা। এমন আরও অনেক শব্দ আছে যেমন-বিসমিল্লাহ্ এর জায়গায় বলি বিসমিল্লা, আলহামদুলিল্লাহ্ এর জায়গায় বলি আলহামদুলিল্লা, সুবহানাল্লহ এর জায়গায় বলি সুবহানাল্ল ইত্যাদি। এমন বললে কি গুনাহ হবে না?
আমি বিশ্বাস করি আল্লাহর কাছে চাইতে কোন মাধ্যম প্রয়োজন হয় না। আমরা প্রতি মোনাজাতে তাই কামনা করতেছি, কোন মাধ্যমের কাছে তো চাই না। হে আল্লাহ— বলেই সব চাওয়া একমাত্র আল্লাহর কাছেই চাই। কেন মাধ্যম দরকার? কিন্তু তাদের সাথে যুক্তি- তর্কে পারা যাবে না, বাস্তবতার সাথে কিছু ব্যাপার দাড় করিয়ে দিয়ে – তারা বলে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করতে পার? না; তাহলে মাধ্যম দরকার হয়। একজন বলে যতই দোয়া করেন দোয়া আল্লাহর কাছে পৌছাবে না, নবী র দুরুদ পাঠ না করলে, তারা বলতে চায় এটাও মাধ্যম। নবী আমাদের জন্য সুপারিশ কেন করবে বলেন তো? ওমুক বাবা এটা করতে বলছে, ওমুক বাবা এটা নিষেধ করেছে। রোগ হলে ডাক্তারদের কাছে কেন যেতে হয়? আল্লাহর ক্ষমতা ও বাস্তবতা নিয়ে নানান যুক্তি উপস্থাপন করা, ইত্যাদি ইত্যাদি, নানান যুক্তি উপস্থাপন করা হয়। তাদের কে কিভাবে বোঝানো যাবে একটু বলবেন কি?
Muhtaram assalamualaiqum. amar prosno holo ekdin amader ekjon alim sommilitisommilito munajat korte giye ek porjaye dua korchilen evabe je aacute a Allah aponar kudtkudroti paye dhore khoma chachhi Amar proshno holo ai vasate dua kora jayez kina
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে, আমি যখন কলেজে ভর্তি হই তখন কলেজ কর্তৃপক্ষ শহিদ মিনার নির্মাণের জন্য আমার থেকে টাকা আদায় করে। অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি টাকা প্রদান করতে বাধ্য হয়। আমি কখনও শহিদ মিনারে ফুল দিই না এবং এটি নির্মাণও সমর্থন করি না। এমতাবস্থায় আমি যে টাকা প্রদান করেছি তাতে কি আমার গুনাহ হবে?
আস-সালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । মুহতারাম ! রাসূল সাঃ কি যিলহজ্জ মাসে বিশেষ কোন আমলের তাকিদ দিয়েছেন? সংক্ষেপে জানালে উপকৃত হব।