রমযানে তারাবির নামাজে কুরআন খতম করা স্বতন্ত্র সুন্নত। সুতারাং রমযানের ১৫/২০দিনের মধ্যে কুরআন খতম করা পর যদি বাকি দিনগুলোতে সূরা তারাবিহ পড়া হয় তাহলে তারাবিতে কুরআন খতম করার সুন্নত ও ফজিলত আদায় হয়ে যাবে?
আসসালামু আলাইকুম আমার জানামতে রমজানের সেস দশকের যেকোনো বিজর রাতে সবে কদর হতে পারে। এখানে আমি জানতে চাই যে সারা প্রিথিবিতে কি একই দিনে সবে কদর হবে। আর তা যদি হয় তাহলে সব দেশে বিজর রাত ত একই দিনে হবে না কারন আমদের দেশে যেদিন বিজর রাত সেদিন সউদিতে জোর রাত। এবং আমার জানামতে কদর এর রাতে কুরআন নাজিল হয়। সে ক্ষেত্রে কি হবে।
আসসালামু আলাইকুম
কিরাত লম্বা করার জন্য একই সুরা থেকে যদি বিভিন্ন অংশ পড়া হয় তাহলে প্রতি অংশের শুরুতে বিসমিল্লাহ.......রাহিম কি পড়তে হবে?ষেমন সুরা বাকারা এর প্রথমে কিছু অংশ মাঝ খান থেকে কিছু অংশ এবং শেষের অংশ পড়লাম।
আসসালামু আলাইকুম, কিরাত লম্বা করার জন্য একই সুরা থেকে যদি বিভিন্ন অংশ পড়া হয় তাহলে প্রতি অংশের শুরুতে বিসমিল্লাহ.......রাহিম কি পড়তে হবে?ষেমন সুরা বাকারা এর প্রথমে কিছু অংশ মাঝ খান থেকে কিছু অংশ এবং শেষের অংশ পড়লাম।
আসসালামুআলাইকুম স্যার। আমার একটা প্রশ্ন, তাহাজ্জুদ ও তারাবির নামাজের সময় জায়নামাজে দাঁড়িয়ে আমরা যখন অন্তরে নিয়ত করব তখন কি এটা সুন্নত নাকি নফল নামাজের নিয়ত করব?
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্ । আমি জনাব খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ)র একজন শ্রোতা,ভক্ত। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমি জেদ্দা, সৌদি আরব থেকে বলছি। একটি ছোট ইলেকট্রনিক দোকানের কর্মচারী হিসেবে কাজ করি। দোকানটি আমার আপন চাচার। উনি দেশে গেছেন আমি একা কোনমতে সামলাচ্ছি। প্রতিদিন উনাকে হিসাব দিই । গত রমজানে উনি এখানে ছিলেন। দুজন মিলে ডিউটি করতাম। উনি জুমআর এবং ঈদের সালাত ছাড়া দৈনিক সালাত পড়েন না। গত রমজানে তারাবির সালাত শেষ করে দোকান খুলতে দেরি হওয়াতে তিনি বলেছিলেন তারাবি দুই বা চার রাকাআত পড়ে চলে আসতে । না পড়লেও নাকি গুনাহ নেই কারণ তারাবির সালাত সুন্নাত। আমিও বাধ্য হয়ে তাই করতাম। আলহামদুলিল্লাহ এবারের রমজানে তিনি বাংলাদেশে সফরে গেছেন। ভেবেছিলাম এই বছর রমজানে আমার সৌভাগ্য প্রতিদিন তারাবি পুরোটা পড়তে পারবো!
আজ রাতে তারাবি পড়া হবে ইনশাআল্লাহ কিন্তু এখন আমার খুব কান্না পাচ্ছে৷ তিনি whats app এ আমাকে অগ্রীম ভয়েস পাঠিয়ে রেখেছেন যেন এশারের সালাহ্ শেষ করেই দোকান খুলে দিই। তারাবি পড়ার দরকার নেই । সুন্নাত তাই না পড়লে গুনাহ হবেনা। আর ব্যবসা করা তারাবির সালাতের চেয়ে জরুরি । উনার অধীনস্থ হিসেবে কিছু বলতে পারিনি । মনে প্রচুর কষ্ট পেয়েছি !
আমি খুব চাই আল্লাহ আমাকে এখান থেকে মুক্তি দান করুক । পালিয়ে যেতে চাইতাম কিন্তু আমরা গ্রামে একইসাথে থাকি এবং আমার বাবার তেমন সামর্থ নেই তিনি অনেকটা চাচার উপরই নির্ভর করেন। আর আমি এখানে আসার যাবতীয় খরচ আমার চাচা বহন করেছে বিধায় আমি উনার নিকট দায়বদ্ধ। উনার দোকানে কাজ করে সেগুলো পরিশোধ করতে হবে । হয়তো আরো অনেকদিন কাজ করতে হবে তা পরিশোধ করতে হবে। এখন আমি কি করবো? আমি কি তারাবির সালাত পড়বো নাকি এশার নামাজ পড়েই দোকান খুলবো?
ইমাম আবু হানিফা (রহমাতুল্লাহ) এর যত জীবনী বই এবং ইন্টারনেট ডকুমেন্ট পাওয়া যায়, প্রায় সবখানে বলা থাকে, তিনি রমজানে দিনে একবার রাতে একবার কোরান খতম করতেন, রসুল (সাঃ) যেখানে উনার এক সাহাবীকে (রাঃ) তিন দিনের কমে শেষ করতে অনুমতি দেননি, সেখানে এই আমলের গুরুত্ব কি? আর আসলে এক রাতে কোরান খতম দেওয়া সম্ভব নাকি ৯-১০ ঘন্টায়? আমার প্রশ্ন, ইমামে আজম সম্পর্কে এইরকম এট্রিবিউশন গুলো কি সত্য? না হলে যারা এই মিথ্যা দেদারছে প্রচার করে তাদের মাকছাদ কি?
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মুহতারাম, তারাবীহ সালাতের রাকাত নিয়ে প্রায়ই তর্ক বিতর্ক হচ্ছে কেউ বলছে আট রাকাত কেউ বলছে বিশ রাকাত আসলে কত রাকাত দলিলের বিশ্লেষণ সহ উত্তর দিলে আমরা উপকৃত হব।