As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর

অমুসলিম প্রাধান দেশ যেমন, কানাডা,অস্ট্রেলিয়া তে আমি আমার স্ত্রী ও পরিবার সহ স্থায়ী ভাবে থাকতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে? আমার আমল বা ইমানে কি কোনো সমস্যা হবে,? যদি আমি, আমার স্ত্রী ও আমার পরিবার আমাদের সর্বচ দিয়ে আমাদের ইমান ঠিক রাখি + ইসলামের সকল বিধান যথাযথ ভাবে মেনে চলি এবং আমাদের সন্তান দের কে তার শিক্ষা দেই তবে যাওয়াটা কি হালাল হবে??
একজন চাকরিজীবী,যে বিভিন্ন সময়ে ছুটিতে নিজের গ্রামের বাড়িতে যায়, সেখানে সৰ্বোচ্চ ৫ দিন, ৭ দিন বা ১০ দিন অবস্থান করে, তখন কি ঐ ব্যক্তি মুসাফির হিসাবে গণ্য হবে কিনা বা তাকে নামাজ কসর করতে হবে কিনা?
সফরে বাসে থাকা অবস্থায় নামাজের সময় হলে কিভাবে নামাজ আদায় করবো? অযু / তায়াম্মুমের সুযোগ না থাকলে করণীয় কি?
আমি সেলস মার্কেটিং এ জব করি, চাকরির কারনে আমি অনেক সময়ই একদিনেই ১০০কিমি এর বেশি ভ্রমন করি, বাইকে। এরকম পরিস্থিতিতে কি আমি নিজেকে ভ্রমনকালে মুসাফির ধরে নিবো? কসর পরবো?
আসসালামু আলাইকুম শাইখ আমি কি নিজ এলাকা থেকে বের হলে নামাজ কসর করতে পারবো। শাইখ আমি কসর সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আশা করি আপনি এই বিষয়ে সঠিক ধারণা দিবেন।
আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। সাধারণত বাসায় খুবই কম যাওয়া হয়। বছরে ২/৩ বার। ক্যাম্পাসেই সারাবছর থাকতে হয়। বাসায় গেলেও ২/৩ দিনের বেশি থাকা হয় না। এখন প্রশ্নটা হলো যে, আমি যেহেতু মুসাফির সেহেতু মুসাফিরের সালাত আমার জন্য কোথায় পড়তে হবে? বাসায় নাকি ক্যাম্পাসে?নাকি পড়তে হবে না?
আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রামে জন্ম থেকে আছি,এখন গাজীপুর এ ১ বছর ধরে আছি পড়ালেখার জন্য মেসে। আমার বোনের বাসা কুমিল্লা আমি অখানে ২-৩ দিন এর জন্য বেড়াতে যাই,আবার চট্টগ্রামেও ৩-৪ দিন বন্ধ পেলে যাই, এমতাবস্থায় আমার নামাজের বিধান কি? আমি কোন জায়গায় মুসাফির? মুসাফির অবস্থায় মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়লে হবে শুধু ফরজ? যদিও মসজিদ বাসার কাছে থাকে?
১. মুসাফির চার রাকাত জমায়াতে কত রাকাত আদায় করবেন? ২. মুসাফির অন্যত্র জামায়াতে ইমামতি কী করতে পারে? দয়া করে বুঝিয়েবলবেন।
আমি সাকাল বেলা ঢাকার উদ্দেশ্যে রউনা দিলে, বাসে থেকেই যোহর আজান হয়। তবে আমি কি ঢাকায় এসে একা একা আসরের আজানের আগে যোহরের নামাজটা পড়ে নিলে কি আদায় হবে?
কোন মেয়ে উচ্চ শিক্ষা/চাকরির জন্য একা বাংলাদেশের বাহিরে (কানাডা) যেতে পারবে কি?
আমি গত সাত দিন যাবত অফিসের কাজে কুমিল্লায় যাচ্ছি। ফজরের নামাজ আদায়ের পর ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হই এবং কাজ শেষে এশার ওয়াক্ত থাকতেই বাসায় ফিরে আসি এবং এশার নামায আদায় করি। এখন আমার প্রশ্ন হলো কুমিল্লায় থাকা অবস্থায় যুহর এবং আসর সালাত কি কসর করতে হবে? ঢাকা থেকে কুমিল্লার দুরত্ব ৭৮ কিমি এর বেশি।
১. আমার গ্রামের বাড়ি নরসিংদী। চাকরির সুবাদে সিলেটে থাকি। চাকরিস্থল থেকে বাড়ির দুরত্ব প্রায় ১০০ কিঃ মিঃ। মাঝে মাঝে ৭ দিনের কম সময়ের জন্য বাড়ি যাই। এক্ষেত্রে কসর করা যাবে কিনা? ২. অফিসের কাজে ঢাকায় গেলে কসর করা যাবে কিনা?
আমি ভেকু তে মাটি কাটার কাজ করি… আমার বাড়ি পাবনা কিন্তু আমাদের আমার কাজের স্থল ঝিনাইদহ.. দূরত্ব 77 কিলোমিটার.. কাজের জন্য দুই তিন দিন পর পড়ে আমাদের জায়গা পরিবর্তন করতে হবে.. আজ এখানে কাজ হয় তো কালকে আরেক জায়গায়… এভাবেই সাত-আট মাস কাজ চলতে থাকে…. ঠিকমতো এক ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় না বললেই চলে…. এমতাবস্থায় আমার সালাত কি কসর করতে হবে? নাকি সম্পূর্ণ সালাত আদায় করতে হবে..? দুই ওয়াক্ত সালাত একসাথে পড়ার সময় চার রাকাত করে সব পড়তে হবে নাকি দুই রাকাত দুই রাকাত করে পড়তে হবে? জাঝাকুমুল্লাহ
আস-সালামু আলাইকুম। শায়েখ আমার বাড়ি কুমিল্লা আমি কুমিল্লা থেকে ঢাকায় আমার বোনের বাসায় গেলে সালাতুল কসর আদাই করি। আমার বোন ভাড়া বাসায় থাকে। এখন আমার সালাত হবে কিনা? আর যদি হয় তাহলে কতোদিন কসর করা যাবে?
আস-সালামু আলাইকুম, মুসাফির হতে কত দূরত্বে ভ্রমণ করা আবশ্যক? যাত্রা পথে সালাতের জন্য সময় না দেওয়া হলে পরে কাজা করা উত্তম না যাত্রা পথে গাড়ি মধ্যেই সালাম আদায় করা উত্তম? গন্তব্যে পৌঁছানোর পরে কত দিন মুসাফির বলে গণ্য হব? যদি সেখানে ১৫ দিন অথবা ৩০ দিন এর অধিক থাকার সংকল্প থাকলে। ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অবারাকাতুহ। সফর থাকা অবস্থায় কি দুই ওয়াক্তের সালাত একসাথে আদায় করা যাবে? যেমন যোহর আসর এবং মাগরিব এশা মাঝে মাঝে ফ্রি সময় থাকে না তখন আলাদা আলাদা ওয়াক্ত এর সালাত আদায় করা কষ্টকর…. আবার অনেক সময় ফ্রি থাকলেও দুই ওয়াক্ত এর সালাত একসাথে আদায় করি… এমত অবস্থায় দুই ওয়াক্ত এর সালাত একসাথে আদায় করার বিধান কি?
আসসালামু আলাইকুম শায়েখ, জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যেতে হলেও যাও। হাদীসটি কি সহী নাকী জাল একটু জানাবেন।
আমার বাড়ি কুমিল্লা। আমি ঢাকায় যখন বোনের বাড়িতে বেড়াতে যাই তখন বোনের বাড়িতে থাকাকালীন সালাত কসর করি এবং জমা করি। এখন আমার সালাত হবে কি?
আসসালামু আলাইকুম, ১. একটি হাদিস এমন শুনেছি, সফর এর সময় নিজের এরিয়া থাকা কালীন নামাজের সময় হলে নামাজ কসর না করে সম্পূর্ণ নামাজ আদায় করতে হয়। নিজের এরিয়া ছেড়ে গেলে এরপর নামাজ কসর করতে হয়। (হাদিসের রেফারেন্স টা আমার জানা নেই)। আমি ঢাকার মিরপুর এ বসবাস করি। আমি বাড়িতে যাওয়ার সময় মিরপুর থেকে সায়দাবাদ গিয়ে আমার ফেনী জেলার গাড়ীতে উঠি। আপনার কাছে প্রশ্ন হল আমি কসর কোথায় থেকে শুরু করব, সায়দাবাদ এর পর থেকে নাকি মিরপুর এরিয়া ছেড়ে যাওয়ার পর থেকে? তেমনি ভাবে আমার বাড়ী ফেনী জেলা থেকে আরো ১৫ কি.মি. পরে। তাহলে আমি ফেনীতে নেমে কসর করব নাকি ফেনীতে চলে গেলে আর কসর করা লাগবে না পূর্ণ নামাজ পরতে হবে। ২. আরেকটি প্রশ্ন হল এশার নামাজ আমার সফরের সময় কসর হয়েছিল। অর্থাৎ সফরের সময় পরলে কসর পরা লাগতো। কিন্তু তখন না পরে বাড়িতে চলে গেলে, বাড়িতে গিয়ে কি সেই এশার নামাজ কসর করব নাকি পূর্ণ নামাজ পড়ব? আশা করি আমার প্রশ্ন দুটি বুজতে পেরেছেন। আপনাদের কাছ থেকে এর সঠিক উত্তর আশা করতেছি। জাজাকাল্লাহু খাইর।
ঢাকায় পরীক্ষা দিতে যাব । পরিবেশ ভাল হরে থাকব এবং পরিবেশ খারাপ হলে ঝিনাইদহ চলে আসব। এমতাবস্থায় আমি মুকিম নাকি মুসাফির?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা। প্রশ্ন : আমার গ্রামের বাড়ী রাজশাহী শহর হতে ৮০ – ৯০ কিঃমিঃ দূরে। গ্রামে আমার আব্বা-আম্মা ও অন্যান্য ভাইয়েরা বসবাস করে। আমি রাজশাহী শহরে স্থায়ীভাবে বসবাস করি। আমি ও আমার স্ত্রী গ্রামের বাড়ী গেলে নামায আমরা কি কসর করবো না স্বাভাবিক ভাবে পড়বো। কোরআন ও হাদীসের আলোকে বিস্তারিত ভাবে জানাবেন।
আচ্ছালামু আলাইকুম, দূর যাত্রায় যেমন এক দিনের কোন যাত্রায় এদেশে কোন মাহরাম মহিলা সাথে নিয়ে গেলে মহিলার সালাত কিভাবে আদায় করা যাবে? পুরুষের জন্য মসজিদ আছে,কাজেই সফরে তারা সেখানেই নেমে সালাত আদায় করতে পারে,কিন্তু মহিলাদের জন্য কোন ব্যবস্থা না থাকায় এই প্রেক্ষিতে মহিলাদের কি করা উচিত?সাপোস চট্টগ্রাম থেকে খুলনার যেতে প্রায় একদিন চলে যায়। কাজেই কোন না কোন ওয়াক্ত মহিলার সালাত রাস্তায় পড়তেই হবে! এবেপারে যদি একটু বিস্তারিত বলতেন খুব ভাল হতো।
আমি জানি কছর নামাজের বিধান কিন্তু আমি বুঝতে পারছি না একটা বিষয় সেটা হল আমি যে কোম্পানিতে চাকরি করে সেটার কাজ প্রায় জায়গাতে ৭/১২ দিন মানে ১৫ দিনের কম একেক সময় একেক জায়গায় যেতে হয় কিন্তু বাড়িতে যাওয়া হয় না মানে বাড়িতে ১/২ মাস পরপর যাওয়া হয়॥ তাহলে আমি যেখানে অবস্থান করতেছি সেখানে কি কছর নামাজ আদায় করতে হবে কি না? স্থান পরিবর্তন হলেও সেটা ৪৮ মাইলের বেশী হয়। যেমন ধরেন, বাড়ি সিরাজগঞ্জ আসলাম ঢাকা ২ দিন থাকলাম তারপর সিলেট ১ দিন পর আবার সুনামগঞ্জ ৫ দিন পর আবার সিলেট ॥ সঠিক উত্তরটা বলবেন প্লিজ।