As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6576

আস-সালামু আলাইকুম, এই হাদিস টা কতটুকু সহিহ যদি একটু বুঝিয়ে বলতেন: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ عَمْرِو بْنِ سَعْدٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ “لَيْسَ بَيْنَ الْعَبْدِ وَالشِّرْكِ إِلاَّ تَرْكُ الصَّلاَةِ فَإِذَا تَرَكَهَا فَقَدْ أَشْرَكَ ‏”‏‏.‏ حدثنا عبد الرحمن بن إبراهيم الدمشقي، حدثنا الوليد بن مسلم، حدثنا الأوزاعي، عن عمرو بن سعد، عن يزيد الرقاشي، عن أنس بن مالك، عن النبي ـ صلى الله عليه وسلم ـ قال ‏
আগস্ট 5, 2023

প্রশ্নোত্তর 6127

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি ভাল আছেন আপনি। সাধারণত আমি মানুষের সাথে কথা বলা শেষে একটা কথা বলি যে “ভালো থাকুন “অথবা” ভালো থাকবেন”। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি যে এই ধরনের কথা বলা ঠিক না। বলা উচিৎ আল্লাহ আপনাকে ভাল রাখুক। এখন এটা জানার পরে আমি আর পূর্বের মতো ওভাবে বলি না। আমার প্রশ্ন হল পূর্বে এরকম কথার ফলে আমি কি শিরক করেছিলাম? (শিরক আজগর)। “ভালো থাকুন ” অথবা ” ভালো থাকবেন” এই কথাগুলো বলেছিলাম নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে। কেননা আমরা যদি ঠিকমত খাবার না খাই নিজের শরীরে যত্ন না নেই নিজের পরিচর্যা
ফেব্রুয়ারি 7, 2023

প্রশ্নোত্তর 6091

অনেক দিন আগে আমার বাড়ির লোকেরা মাযারে যায় এবং মানত করে, সেখানে সে মাযারকে আমিও তওয়াফ করি এবং মাযারের দেওয়ালে চুমু খাই, তখন আমার বয়স ছিলো ১৩ বছর । তখন যানতাম না এটা শিরক,তাহলে আল্লাহ কি আমাকে এমনি মাফ করে দিবে যেহেতু আমার বয়স তখন অনেক কম ছিলো, আর না করলে আমাকে কিভাবে তওবা করতে হবে, এখন আমার বয়স ১৭, দয়া করা উত্তর দিবেন।
জানুয়ারি 28, 2023

প্রশ্নোত্তর 6064

আস-সালামু আলাইকুম। ইসলামে ফেরার পর থেকে ক্রমাগত আমার মনে ইমানবিরোধী চিন্তা আসতেই থাকে। প্রথম প্রথম আমি এগুলো নিয়ে অনেক চিন্তিত থাকতাম। পরে কয়েকজন বক্তাদের কথা শুনলাম তারা বলেন যে এগুলোর দিকে কর্ণপাত না করতে। এখনো আমার মনে প্রায় সমসময়ই উল্টাপাল্টা চিন্তা আসে। কিন্তু এখন আর আগের মতো এগুলোর জন্য বেশি চিন্তিত বোধ করি না, ফলে আমার মাঝে মাঝে মনে হয় এগুলো আমি নিজেই করছি। কিন্তু আমি এগুলো ইচ্ছা করে করি না। কিন্তু যখন চিন্তা আসে তখন মনে হয় ইচ্ছাকৃত ভাবে হচ্ছে। ইমান নিয়ে প্রায়ই সন্দেহে থাকি আমি। ১.আমি জানতে
জানুয়ারি 19, 2023

প্রশ্নোত্তর 5560

আসসালামু আলাইকুম। আমরা তো মনের অজান্তে শিরক করে ফেলি। তখন আমাদের ভুল বুঝতে পেরে আমরা যদি সে তওবা করি কিন্তু যদি চোখের পানি না আসে তাহলে কি তওবা কবুল হবে। আর কবুল না হলে আমাদের শাস্তি কি ধরনের হবে।
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 5466

السلام علیکم ورحمة الله وبركاته. আমার কথা গুলোকে সম্পুর্ন পড়ার অনুরোধ। আল্লাহ আপনাকে সম্মানিত করুক। সায়েখ আমি নামাজে দাড়ালে রুকু সেজদার সময় মাঝে মাঝে মনে হয় সামনের দেয়াল বা লোকজন এর কাছে মাথা নত করে ফেলছি আবার রুকু থেকে উঠার সময় উপরে ফ্যন এর কাছে মাথা নত করে ফেলছি। হাটতে গেলে, ভাত খেতে গেলে,গোসল করতে গেলে,কারো সামনে মাথা নুয়িয়ে কোনো কাজ করতে গেলে মনে হয় গাছের পাতার কাছে পানির কাছে ওই লোকটার কাছে মাথা নত করে ফেলছি। আমার মনোযোগ টা ওদিকে চলে যাচ্ছে। কোনো কবর দেখলে সালাম দেয়ার সময়ও
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 5326

আস-সালামুয়ালাইকুম শেইখ, আমার প্রশ্ন ভুল নামকরন নিয়ে, কয়েকদিন আগে একটা চাকরী পেয়েছি, আমার অফিস থেকে আমাকে একটা ইমেইল আইডি দেয়া হয়েছে (email id: rakibul.shanto.hasan@candthomecare.com). আমার সাথে যারা কাজ করবে তাদের অনেকের নামঃ আরিফুর রহমান, রাকিবুর রাহমান । তাদের ইমেল আইডি তাদের নামের সাথে মিল রেখে দেয়া হবে। আমার প্রশ্ন হল, তাদের নামে কোনও ভুল বা শিরক আছে কিনা? যদি কোনও কারনে কোম্পানি তাদের কারো ইমেইল rahman@candthomecare.com দিয়ে দেয়, সেক্ষেত্রে ত কোম্পানির নিয়ম অনুযায়ী এই ইমেইল দিয়েই যোগাযোগ করতে হবে। তাহলে কি আমার শিরক হবে? আর ইমেইল নাম করনের এই
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 5309

আমরা যদি বলি, ভাই খুব খারাপ অবস্থায় আছি, একটা চাকরী দে। আবার যদি বলি অমোক আমাকে বা তাকে চাকরী দিছে। এরকম কথা বলা কি শিরক। আর যদি শিরক হয়, তাহলে আমরা এ কথা গুলো কিভাবে বলতে পারি।
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 5240

আসসালামু আলাইকুম, অনিচ্ছাকৃতভাবে কোনো গুণাহ এর কাজ করলে তার জন্য কি শাস্তি পেতে হবে? বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত প্রচুর বিদআত করে থাকে। তারা তো অজ্ঞতা বশত আল্লাহকে খুশি করার জন্য এসব করে। তাদের ক্ষেত্রে ইসলামের বিধান কি?
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 5215

কোন প্রতিকৃতিতে ফুল দেওয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিধান কি? নিজ হাতে ফুল না দিয়ে একটু দূরে অবস্থান করলে তার জন্য কি একি বিধান প্রযোজ্য হবে? কোন ইমাম যদি এ ধরনের কাজে উপস্থিত থাকে সেক্ষেত্রে ইমামের যোগ্যতা ঠিক থাকবে কিনা জানাবেন। জ্বাযাকাল্লাহু খাইরান
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 5147

এক মুসলিম ভাই,শয়তানের ধোকায় পরে ইন্টারনেট থেকে অশ্লীল ভিডিও ডাউনলোড করার সময় নেটওয়ার্ক সমস্যার কারণে সে মনে মনে একরকম ধারণা পোষণ করলে যে,(শয়তান যেন তাকে সাহায্য করে যাতে তাড়াতাড়ি অশ্লীল ভিডিও ডাউনলোড করতে পারে))..উল্লেখযোগ্য মুসলিম ভাইটি অশ্লীল ভিডিও দেখার জন্য ভিষণ উত্তেজিত অবস্থায় ছিল…… এখন আমার প্রশ্নটি হচ্ছে…. ওই মুসলিম ভাইটি কি কোন বড় শিরক করে ফেললো? আর যদি শিরক করেই ফেলে তাহলে তাকে কিভাবে ইসলামে প্রবেশ করতে হবে?এক্ষেত্রে কি তাকে কোন আলেমের কাছে কালিমা পড়ার জন্য যেতে হবে না নিজে নিজে কালিমা শাহাদাত পড়লেই হবে?
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 5118

আসসালামু আলাইকুম। অনেকে বলে মানুষ অথবা কবরে সিজদা করা জায়েজ। দলিল হিসাবে তারা বলে মানুষ সৃষ্টির শুরুতে সকল ফেরেস্ততা আদম(আ:) কে সিজদা করছিল। যেহেতুু আদম(আ:) মানুষ। সেহেতু মানুষকে সিজদা করা যাবেে। এটার জবাব দিব কিভাবে?
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 5031

আসসালামু আলাইকুম । আমার পরিচিত একজন আমারই বন্ধু, সে আগে তেমন নামাজ পড়ত না, পেশাব করে পানি নিত না। সপ্তাহে একদিন শুক্রবার নামাজ পড়ত। এসময় ইসলাম সম্পর্কে বেশি কিছু জ্ঞান ছাড়া কিছু জানত না। সে তখন ১০ম শ্রেণীর ছাত্র। কিন্তু সে সকল প্রকার বড় পাপ থেকে দূরে থাকার চেষ্টা করত যেমন : শিরক। এভাবে একদিন আমাদের শিক্ষক সবাইকে নিয়ে নামাজ পড়তে চাইলেন। তখন সবাই সম্মতি দেওয়াতে তাকেও দিতে হলো। যেহেতু তার কাপড় পবিত্র ছিল না তাই সে মনে মনে ভেবেছিল সে নামাজ পড়লেও নামাজ হবে না। শুধু নামাজ না
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 4996

আসসালামু আলাইকুম, আমি হরিনাকুন্ডু উপজেলা থেকে বলছি, আমাদের এখানে প্রত্যেকটা মৃত ব্যক্তি উপলক্ষে দোয়ার অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, সমাজে এটা একটা রীতি হিসেবে দাঁড়িয়েছে। এটা সম্পর্কে ইসলামের বিধান জানতে চাই।
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 4800

গর্ভাবতী মাকে কেন্দ্র করে সপ্তম অথবা শেষ মাসে সাধ নামে একটি অনুষ্ঠানে আমাদের সমাজে প্রচলিত আছে। প্রশ্ন হলো ১| এটা কি মুসলিমদের অনুষ্ঠান? ২| এটা কতটুকু শরীয়ত সম্মত, নবী করীম (সা.) বা সাহাবিদের সময়ে কি এটা ছিল?
সেপ্টেম্বর 15, 2022

প্রশ্নোত্তর 4787

আমার প্রশ্ন হলো আমি অনেকদিন নানাবাড়িতে থেকেছি সেখানে আমি ইসলামকে পরিপূর্ণভাবে বুঝেছি ও মানছি কিন্তু ইসলাম বুঝার পর বাড়িতে এসে দেখি আমদের মসজিদের ইমাম খুব বেদাতে লিপ্ত কিছু বক্তব্য এ শির্ক এর প্রকাশ পাওয়া যায় আবার তার উচ্চারন লাহনে জলী ও লাহনে খফিতে চলে যায় তার পিছনে নামায পড়ব কি? আর আমাদের গ্রামে একটা ই মসজিদ তাও খুব দূরে
সেপ্টেম্বর 15, 2022