আসসালামু ‘আলাইকুম। প্রায় ৫ বছর আগের ঘটনা। আমার বাবার নিকট তাদের একটি সমিতির পিকনিকে র্যাফেল ড্র-র টিকিট বিক্রয় করা হয়। যা তিনি স্বেচ্ছায় ক্রয় করেন নি বলেই জানি। সেই র্যাফেল ড্র-তে তিনি পুরষ্কার হিসেবে একটি টেলিভিশন পান, যা তিনি পরবর্তীতে আমাকে দেন। আমি জানি র্যাফেল ড্র নানা ধরনের হয়ে থাকে তবে অধিকাংশই হয় এমন যে তাতে কয়েকজন ভাল পুরষ্কার পায়, কয়েক জন সাধারন পুরষ্কার পায়, আর অনেকে পায় না। একারনে আমার কাছে তা লটারী সদৃশ মনে হয়েছে। একারনে আমি নিতে না চাইলেও আমার বাবা আমাকে তা দিয়ে বলেন তুমি