আসসালামু আলাইকুম। আমি একটা ব্যাপারে কনফিউশনে আছি। আশাকরি আপনাদের থেকে সমাধান পাবো। আমি যদি বাংলাদেশ থেকে সেহরি খেয়ে ভোর ৪ টায় North american x-15 প্লেনে উঠি এবং ২ ঘন্টায় আমেরিকা পৌঁছে যাই! (X-15 ঘন্টায় ৭২০০ কিলোমিটার স্পিডে চলতে সক্ষম।) তাহলে তখন আমেরিকায় রাত ৮ টা বাজবে। আমি কি আমেরিকায় ল্যান্ড করেই ইফতার করে ফেলতে পারবো? সেহরি এবং ইফতার তো সুর্যদয়-সুর্যাস্তের উপর ডিপেন্ড করে। তাহলে কি ২ ঘন্টাতেই আমার রোজা হয়ে যাবে? বিঃদ্রঃ মুসাফিরের উপর রোজা ফরজ নয়। কিন্তু যদি কেউ রোজা টা ভাঙতে না চায়! তাহলে তার ক্ষেত্রে সমাধান টা কি হবে? সেটা জানতে চাচ্ছি।
আসসালামু আলাইকুম,আমার বাসা মেহেরপুরের সদর মনহরপুর গ্রামে। আমি ইফতার করি goggle weather এর সুর্যাস্তের সময় দেখে। কিন্তু এখানকার অধিকাংশ মসজিদে এর ছাড়াও ৫ মিনিট পরে ইফতার করে। এখন আমার জানার বিষয় হলো goggle weather এর সুর্যাস্ত দেখে কি ইফতার করলে সঠিক হবে। দয়া করে জানাবেন,ধন্যবাদ!
আসসালামু আলাইকুম শায়েখ, আমি রোজা রাখি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। আবার তারাবির নামায আদায় করি ও রাতে কিছু নামাজ আদায় করি এবং গেইম খেলি এতে কোন ক্ষতি আছে।
আমি আত্মরক্ষার জন্য বছরের নিষিদ্ধ ৫ দিন ছাড়া প্রতিদিন রোজা রাখি। ২০১৯ সালে পবিত্র হজ্জের আগে আমার ধুমপান এর অভ্যাস ছিল। আলহামদুলিল্লাহ যা থেকে আমি এখন মুক্ত। আমার এ প্রতিদিন রোজা রাখা কি গুনাহের কাজ হিসেবে বিবেচিত হবে?
শায়েখ আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন কোন মাসের আইয়ামে বিজের ১৩,১৪,১৫ তারিখের মধ্যে ১৩ তারিখ সফরের কারণে বা রোযা রাখতে ভুলে গেলে কি করনিয়? শুধু ১৪,১৫ তারিখ রোযা রাখা যাবে না অন্য কোন দিন রাখতে হবে।
১২ বছর বয়স থেকে রোজা ফরজ। কিন্তু সেই বয়স থেকে সব গুলো রোজা করা হয় নি। নিজেও জানতাম না এবং পরিবার থেকেও গুরুত্বটা তেমন বুঝি নি। এখন জানার পর কি করতে পারি? কতগুলো রোজা কাজা করেছি সেটারও হিসাব জানা নেই।
আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, বিয়ের সময় ছেলে এবং মেয়েকে যদি মাহরাম, নন-মাহরাম মেইনটেইন করে গায়ে হলুদেন আয়োজন করা হয়, তহলে সেটা সুুুুুন্নাহ সম্মত বা যায়েজ হবে কি?
আমরা যারা জাহাজে চাকরি করি চাকরির সুবাদে অনেক অমুসলিম দেশে যাওয়া হয়। এসব দেশে প্রয়োজনে প্যাকেটজাত মুরগি,গরু,ছাগলের মাংস নেয়া হয় যা যবাইয়ে আল্লাহর নাম নেয়া হয় কিনা আমাদের জানার কোন উপায় নাই এবং এসব না খেয়ে থাকারও কোন উপায় নেই। করনীয় কি হবে? জাযাকাল্লাহ
আসসালামু আলাইকুম
শাওয়াল মাসের ৬রোজা এবং রমজানের কাযা রোজা ২টার নিয়তে একটা রোজা রাখা যাবে কি? নাকি কাযা রোজা ও শাওয়ালের রোজা আলাদা রাখতে হবে?
জাযাকাল্লাহ খইরন
১.রোজা রেখে হস্তমৈথুন করলে কি রোজা কাজা করতে হবে নাকি কাফফারাও দিতে হবে?
২.হস্তমৈথুন করলে যে রোজা ভঙ্গ হয় এটা না জেনে যদি কেউ করে, সেক্ষেত্রে কি রোজা কাজা করতে হবে নাকি কাফফারাও দিতে হবে?
৩.কারো বিগত বিভিন্ন রমজানে কয়েকটি রোজা ভঙ্গ হলে (সংখ্যা মনে নেই,আনুমানিক ১০/১২টা) সে কীভাবে সেগুলোর কাজা আদায় করবে।
আসসালামু আলাইকুম,
আজ প্রচন্ড চিন্তিত অবস্থায় আপনাদের প্রশ্ন করছি। আমি আজ জানতে পারলাম, সিয়াম পালন করতে নিয়ম করা ফরজ। মৌখিকভাবে না হলেও মনে মনে হলেও ভাবা যে আমি আজ রোজা রাখবো।
কিন্তু মাননীয় উত্তরদাতা আলেমের প্রতি আমার প্রশ্ন, আমি সেহরি খাই রোজা রাখতে, এবং এই রমজানে সালাত আদায়েও ভুল হয়নি। আর আমি সারাদিন তো এইটা ভেবেই পানাহার এবং ভোগ বিলাস থেকে দূরে আছি এইটা ভেবেই যে আমি সিয়াম পালন করছি। কিন্তু আমি সেহরি খাওয়ার পর নিয়ত বলতে যে বুঝানো হয়েছে আমি সিয়াম পালন করব এমন ভাবা। সেইরকম আলাদা কোন সময় নিয়ে আমি নিয়ত বলতে গেলে করিনি। কিন্তু সারাদিনই তো আমি ভাবছি যে আমি রোজা অবস্থায় আছি। এখন আজকে এই নিয়তের ব্যাপারে জানার পর খুবই চিন্তা হচ্ছে। আমার সিয়াম পালনে কি তবে অপূর্ণতা রইল? জাযাকাল্লাহ খইরান।
১. প্রতি মাসেই ১৩, ১৪, ১৫ তারিখ আইয়ামে বীজ রোজা থাকে। এখন আমি যদি শাওয়াল মাসের ছয় রোজা করি, আর তা যদি এই তিন দিনের মাঝে পরে যায় তাহলে আমার কোন রোজা হবে? উদাহরণ স্বরুপ: আমি ১০তারিখ থেকে শুরু করেছি। এখন এই তিন দিন বাদ দিয়ে কি আমার ছয়টা রোজা রাখতে হবে? নাকি ১৩, ১৪, ১৫ তারিখ ছয়টা রোজার নিয়ত করলেই হবে?
২. আর মেয়েদের সমস্যার কারনে তাদের ফরয রোজা বাকি থেকে যায়। সে শাওয়াল এর ছয় রোজা রাখতে চায়। সে দেড়িতে শুরু করার কারনে সে মাসের ১৩ তারিখ এ এসে পরে। এমতাাবস্থায় এই তিন দিন ১৩,১৪, ১৫ তে কি তার ফরয রোজা রাখতে পারবে? নাকি তা আইয়ামে বীজ হিসেবে গন্য হবে?
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। নিম্নোক্ত বিষয়ে জানতে চাইঃ একজন বয়স্ক লোক (এমনিতেই দীর্ঘ দিনের ডায়াবেটিস এর রোগী) অসুস্থতার কারণে এই রমজান মাসে রোজা রাখতে পারে নাই। তার শারিরীক অবস্থা/দুর্বলতা এখনও এমন পর্যায়ে যে, রোজা রাখলে আবারো খারাপের দিকে যেতে পারে। তার পক্ষ থেকে ফিদিয়া স্বরুপ প্রতিটি রোজার জন্য দুজন ইয়াতিম/মিসকিন কে খাওয়ানো হয়েছে। ঐ ব্যক্তি সারাজীবন নিয়মিত রোজা পালন করে আসছিলেন। আমার জিজ্ঞাসা হলো- এই পরিস্থিতিতে তার পক্ষ থেকে কি তার কোন সন্তান-সন্ততি বা শুভাকাঙ্ক্ষী কাজা রোজা পালন করতে পারবে? জাযাকাল্লাহু খাইরান কাছির।
ফরজ রোজার সময় পিরিয়ড হলে পরে কাযা রোজা রাখতে হলে কেউ যদি শাওয়ালের ৬টি রোজা রাখতে চায় তাহলে তাকে কি আগে কাযা রোজা রাখতে হবে নাকি শাওয়ালের ৬টি রোজা রাখার পর কাযা রোজা রাখতে পারবে?
Assalamu Alikum Obarakatuh ......জনাব, আমি প্রত্যেক সপ্তাহে দুটি সওম করি (সোমঃ ও বৃহঃ) । আমার সাহরি হল, রাতে study শেষ করে 11.30PM or 12.00am রাতের খাবার খেয়ে থাকি, রমাদানের মত আর আলাদা কোন খাবার খাওয়া হয় না । আমার রোজার কি কোন সমস্যা হবে?
আসসালামুআলাইকুম, অনুগ্রহ করে আমার প্রশ্নের উত্তরটা দেবেন -আজ আমাদের রাজশাহীতে সেহরীর শেষ সময় ছিল 4.04 এবং ফজরের নামাজের সময় ছিল 4.10(বিষয়টা পরে জানতে পারি) । তবে আমি ভেবেছিলাম 4.15 অবধি সময়, তাই আমি 4.12 এ সময় আছে ভেবে পানি খেয়েছি। এখন কি আমার রোজা ভেঙে যাবে?