As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর

মা বোন বেপর্দা । ছেলে পর্দা করতে বলে কিন্তু মা বোন ছেলের কথা শুনেনা । বড়ং তারা তাদের মতই চলে এবং মা ছেলেকে উল্টো কথা শুনায় । ছেলেটি সংসারে বড় হলেও তার কথা মা আর বোন উপেক্ষা করে চলে । এক্ষেত্রে ছেলের করণীয় কি ? ছেলেটার কি পাপ হবে ? ছেলেটি চায় দ্বীনদার পরিবার গঠন করতে ।
আস-সালামু আলাইকুম…আমি আমার এক আত্মীয়ের বাসায় কিছু দিনের জন্য গিয়ে ওখানে নিকাব পরেই থাকছিলাম যেহেতু সেখানে আমার গায়রে মাহরাম উপস্থিত ছিলেন। গায়রে মাহরামদের সাথেও কম কথা বলছিলাম (নিকাব পরেই)। আমাকে তখন বলা হয়েছে যে, কুরআনে হিজাব পরতে বলা হয়েছে, কোনো পরপুরুষের সাথে সে আকর্ষিত হয় এরকম কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে এবং এরকম করে হিজাব পরে প্রায় সব কাজই করা যায়।তাই এভাবে নিকাব পরে থাকাটা বাড়াবাড়ি। আমি কি তাহলে ভুল করে বাড়াবাড়ি করে ফেলেছি? আর এর জন্য কি আমি গুনাহগার হবো?
আস-সালামু আলাইকুম। যদি আমি নামাজ পড়ার সময় আমার ১৩ বছর বয়সী দেবর আমাকে দেখে তাহলে কি আমার নামাজ হবে? বা কোনো বেগানা পুরুষ যদি আমাকে নামাজরত অবস্থায় দেখে তাহলে কি আমার নামাজ হবে? আর কোনো বেগানা পুরুষ আমাকে দেখলে কি অযু নষ্ট হয়ে যাবে?
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ছেলে কিংবা মেয়ে (কঠোরভাবে দ্বীন পালনে আগ্রহী এমন) উভয়ের ক্ষেত্রেই আত্মীয়ের মধ্যে যারা গায়রে মাহরাম তাদের সাথে কথাবার্তা বা মেলামেশার সীমারেখা কতদূর পর্যন্ত? কুশল বিনিময়, খোঁজ-খবর নেওয়া ইত্যাদি জায়েজ হবে? ক্ষেত্রে আত্মীয়-স্বজন পর্দার বিধান সম্পর্কে অজ্ঞ, অসচেতন হলে অনেক অনেক কটু কথা শুনতে হয়, খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয়, উল্টোপাল্টা অনেক যুক্তিও শুনতে হয় ( যেমন, এত বাড়াবাড়ি ঠিক নাহ, মন সাফ থাকলেই সব ভালো)। এরকম আত্মীয়দের সাথে একবাসায় থাকাকালীন এবং পরবর্তী যে কোনো পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যেতে পারে? আর এক্ষেত্রে ইনাদের সাথে একবাসায় থাকাকালীন মেয়েদের ড্রেসকোড কেমন হবে?
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিংবা ভর্তি পরীক্ষায় কান খোলা রাখা বাধ্যতামূলক। এ নিয়ে পর্দানশীল অনেক বোনকে বিড়ম্বনার শিকার হতে হয়েছে। আবার অনেকে বলে, “পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের জন্য তো নিকাব ছাড়া, কান খোলা ছবি তুলতেই হয়। সেখানে পরীক্ষার হলে নিকাব না খোলা, কান না দেখানো বাড়াবাড়ির শামিল”। এ বিষয়ে ইসলামের বিধান কী তা বিস্তারিত ব্যাখা জানানোর অনুরোধ করি। আর যদি এতে পর্দা লঙ্ঘন হয় তাহলে জাতীয় পর্যায়ে এর কোনো প্রতিকার হতে পারে না? কেননা অনেকেই কঠোরভাবে পর্দা করার চেষ্টা করেন, মাহরাম-গায়রে মাহরাম মেনে চলার চেষ্টা করেন কঠোরভাবে। তাদের জন্যে এই ধরনের পরিস্থিতি অত্যন্ত বিব্রকর।
আপনাদের এখান থেকে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এব বই কিনতে পারব কিভাবে একটু বলবেন
Assalamualaikum আমি india থেকে বলছি। আমার মায়ের বয়স 45 আমার মা ৫ ওয়াক্ত নামায পড়েন। রোজা রাখেন। তাহাজ্জুদ এর নামাজ পড়েন প্রতিদিন। ইসলাম মানার চেষ্টা করেন। কিন্তু পর্দা টা সঠিক ভাবে করেন না। সারি পড়েন আর মাথায় চাদর নেন সব সময় চাদর ও নেন না কিন্তু চাদর নিলেও মাথার চুল দেখা যায়। আমি মাকে অনেক বোঝায় কিন্তু মা বলেন এখন আমার বয়স হয়েছে এখন আমার দিকে আর কেউ তাকাবেনা। মা অনেক waz শুনেন কিন্তু এই জিনিস টি মানেন না বাকি সব কিছু মানার চেষ্টা করেন। আপনি বলেন কিন্তু সঠিক। এটা কি মায়ের জন্য উচিত হবে।
পর্দার কথা আম্মুকে বলি। আম্মু সঠিক ভাবে যার সামনে যেমন পর্দা করার কথা তেমন করেনা। আমার কথা শুনেনা। এক্ষেত্রে বড় ছেলে হিসেবে আমার কি করণীয়?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। শায়েখ! আমার একটি পর্দার পোষাকের পেইজ আছে। ২০২০ সালে রোড এক্সিডেন্ট এ আমার বাবা মারা যান। আমি ওই সালেরই প্রথম দিকে আল্লাহর রহমতে ইসলাম এর দিকে ধাবিত হই এবং আমার বাবা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলিও ইসলাম এর দিকে আসে। আমার বাবা মারা যাওয়ায় আমাদের কোনো উপার্জনের সোর্স ছিলনা। আমার কোনো মাহরামও নেই। আমার বড় চাচা আমার বাবার লাশটা অব্দি দেখতে আসেন নি এবং এই দুই বছরে কোনো খোজও নেন নি। যাই হোক আমার বাবার একটি বাসা আছে যেখান থেকে আমরা মাসে ২০-২৫০০০ টাকা পাই যা আমাদের চলার জন্য যথেষ্ট না। বাবা মারা যাবার পড় থেকেই আমি আল্লাহর নিকট মন প্রাণ দিয়ে দুয়া করেছি আল্লাহ আমাদের হালাল রিযিক এর ব্যবস্থা করুন। সেই উসীলায় আমি এই বোরকা নিকাব এর ব্যবসায়ের সন্ধান পাই। আমার পেইজে সবই কালো রং এর বোরকা আছে, এরপর কফি কালার অলিভ কালার এমন বোরকা,আর কালার বোরকার ক্ষেত্রে দেওয়ালে ঝুলিয়ে ছবি দিই। আর নিকাব বোরকা গুলোর আমি নিজে পরিধান করে ছবি গেয়ে না ভূলেও। সর্বোচ্চ মেইনটেইন করে। মাসে ৪ টা বুস্ট চলে, ভিডিও বুস্ট করতে হয় তাই নিকাব এর টিউটোরিয়াল দিই কালো কালার, একদম কালো আমার হাত ঢাকা থাকে চোখ বেশি স্পষ্ট থাকেনা। ভ্রু ঢাকা। (আমার পেইজে এসে দীনের দাওয়াহ এর নামে খুব বাজে ভাবে বোনেরা হামলা করে এবং যা তা কথা শুনায়) আমি হারাম ব্যবসা করি ইত্যাদি বলে বলে। আমি একজন হেদায়েত প্রাপ্তা আল্লাহর এর রহমতে হেদায়েত পেয়েছি। আমার এই পেইজ থেকে মাসে ২০০০০ বা কখনো ১২-১৩ হাজার টাকা উপার্জন হয় যা দিয়ে আমার পরিবার এর বাজার খরচ নিজের খরচ চালাই। আমি জানতে চাই পেইজে আমার বিজনেস এর তাড়নায় নিকাব কালো বোরকা এগুলোর একদম সর্বোচ্চ মেইনটেন করে ছবি বা ভিডিও দেওয়া জায়েজ হবে কি না? 
আমার জন্মদাত্রী মায়ের দ্বিতীয় স্বামীর অর্থাৎ আমার সৎ বাবার আগের স্ত্রীর ছেলে সন্তান কি আমার মাহরাম?
আসসালামুআলাইকুম, আমার দুধ-ভাইয়ের আপন ছোট বোন কি আমার মাহরাম? সে কি আমার সামনে দেখা দিতে পারবে?
আসসালামু আলাইকুম। আমারা যৌথ পরিবারে যেখানে আমার ভাইরাও থাকে| তো আমার স্ত্রী বাসার ভিতরেও বোরকা পড়ে থাকবে?ভাইদের সামনে কি ধরনের পোশাক পড়বে, অন্যান্য আত্মীয় আসলে তাদের সামনেও কি ভাবে যাবে? বাসার ভিতরের পর্দা কেমন হবে?