ইসলামী ব্যাংকে আামার কিছু টাকা ফিক্সড আছে। প্রতিবছর রমজান মাসে ও ঈদুল আজহায় আমি এই টাকার উপর ভাগ করে জাকাত দেই। কিন্তু এক মাস আগে আমি কিছু টাকা তুলেছি। প্রশ্ন হচ্ছে আমাকে কি এখন আগের টাকাসহ সব টাকার উপর জকাত দিতে হবে?
আস-সালামু আলাইকুৃম। আমার পায়ে ছোট একটা অপারেশন করতে হয়েছে। এজন্য পায়ে ব্যান্ডেজ করতে হয়েছে কোন রকমে যেন পানি ভেতরে না যায়। এভাবে আমাকে প্রায় এক মাস থাকতে হবে। এই অবস্থায় আমি পা পলিথিন দিয়ে বেঁধে অজু করি এবং অজুর সময় পলিথিনের উপরে তিনবার হাত বুলাই। এভাবে অজুতে কি আমার নামাজ হবে এবং আমি কি পবিত্র কুরআন স্পর্শ করে তেলাওয়াত করতে পারবো?
আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হচ্ছে- ২০২২ সালের ১০ হাজার টাকা (স্বর্ণের হিসাব ধরে) ও ২০২৩ সালের ১২ হাজার টাকা (স্বর্ণের হিসাব ধরে) যদি একই মান হয় তাহলে ২০২২ সালে ঋণ দেওয়া ব্যক্তি ২০২৩ সালে কি ১২ হাজার টাকা নিতে পারবে?
আমার প্রশ্নটা যাকাত বিষয়ক। আমাদের এক মার্কেটে পজিশনে কিনা একটি দোকান রয়েছে। সেই দোকানটি আমরা বর্তমানে ভাড়া দিয়ে রেখেছি। সেটির এডভান্স বাবদ আমরা প্রায় ভেঙ্গে ভেঙ্গে ৩২ লক্ষ টাকা নিয়েছি এবং আমরা সঠিক মাসালা না জানার কারণে সেই ৩২ লক্ষ টাকা আমাদের বাড়ির নির্মাণে খরচ করে ফেলেছি। আমাদের বাড়িটি হচ্ছে পাঁচ তলা। এবং আমরা সেই বাড়ি থেকে যে অর্থ ভাড়া হিসেবে উপার্জন করি, সেই অর্থ দিয়ে আমাদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে বাকি যেই অর্থ অবশিষ্ট থাকে সেই টাকাটা আমরা আমাদের দোকানের এডভান্স ফেরত দেওয়ার জন্য একটা ফিক্সড ডিপোজিটে প্রতি মাসে জমা করে থাকি। আমাদের এখন করণীয় কি? আমাদের বাড়ি ভাড়ার উপর কিভাবে যাকাত আদায় করব? আমরা আমাদের দৈনন্দিন চাহিদা মেটানোর পর যেই টাকা অবশিষ্ট থাকে তা পুরোটাই ব্যাংকে জমা করে রাখি, সেই ৩২ লক্ষ টাকা একসাথে জমিয়ে আমাদের দোকানদারকে সেটা ফেরত দিয়ে দিব। আমরা কিভাবে যাকাত আদায় করতে পারি সেটা দয়া করে বলে দিন।
আস-সালামু আলাইকুম। আমি ঢাকায় নিজের ফ্ল্যাটে থাকি। আর আমার স্বামীর ২ টা ছোট ফ্ল্যাট আছে সেগুলি ভাড়া দিয়া আমার সংসার চলে। ছেলেরা যেই টাকা দেয় তা সংসার খরচে জোড় দিয়েও প্রত্যেক মাসে আমার নেগেটিভ ব্যালেন্স হয়। অর্থাৎ আমার ২/৩ হাজার টাকা ঋণ হয়ে যায়। আমার জামাইয়ের বয়স ৮০ এর কাছাকাছি। আমার টোটাল ইনকাম ৩৪ হাজর। এমতাবস্থায় আমি যাকাত খেতে পারবো কিনা। আমার আপন ভাইয়ের ছেলে আমাকে কিছু যাকাতের টাকা দিছে গরীব দুঃখী কে দেয়ার জন্য, আমি কি তাকে না জানিয়ে এই টাকা আমার মেয়ের বিয়ের জন্য খরচ করতে পারবো।
আস-সালামু ওরাহমাতুল্লাহ। আমি একটা সমস্যায় আছি, যদি দয়া করে উত্তর দিতেন, তাহলে উপকৃত হতাম। সমস্যা হলো আমি নামাজে রুক সেসদা করার সময় বিভিন্ন কিছু মনে হয় আর মনে হয় অন্য কিছু করি। আল্লাহর নামের যিকির করার সময়ে আমার সামনে যা দেখি আমার মনে হয় তার করি। আমার মনে হয় শিরক হয়ে যাচ্ছে। নফস আমাকে অনেক ধোঁকা দিচ্ছে। এ থেকে বেচে থাকার জন্য কি আমল করলে আল্লাহ আমাকে মাফ করবেন।
আস-সালামু আলাইকুম, আমি যদি একটি পত্রিকা চালু করি, সেখানে কোন বিজ্ঞাপন ছাপানো হয় (৮০ শতাংশ হালাল, বাকি ২০ শতাংশ সুদি কারবার, নাটক, ছবি, মেয়েদের বেপর্দা উপস্থিতি) । এই হালাল এবং হারাম মিশ্রিত (সব সময় যে হারাম হবে সেটাও নিশ্চিত নয়, আবার কত শতাংশ হালাল তাও অনিশ্চিত) ইনকাম কি হালাল হবে? যদিও পত্রিকা চাইলে হারাম ইনকাম বন্ধ করতে পারে, তবে বর্তমান সময়ে বিবেচনায় এটি অত্যন্ত কষ্টকর পত্রিকা চালানো এগুলো বাদ দিয়ে। বড় বড় বিজ্ঞাপন গুলো ব্যাংক, বেপর্দা নারী, মিউজিক ইত্যাদি দিয়েই হয়। আপনাদের কাছে এই ব্যাপারে বিস্তারিত পরামর্শ কামনা করছি। আল্লাহ্ আপনাদেরকে জাঝায়ে খায়ের দান করুন।
ব্যাংকের সুদ নিজে না খেয়ে গরীব মিসকিনকে দান করলে আমার কোন গোনাহ হবে কিনা? মেটামুটি ভাল পরিমান টাকা আসে। সওয়াবের আসা না করে যদি গরীব মানুষের উপকার হয় আমি দিতে চায়। এমনি হয়তো বেশী টাকা পয়সা দান করা হয়না, শুধু মানুষের দান করার নিয়তে ব্যাংকে রেখে সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া কারো উপকার করলে আমি দোষী হবো কিনা?
আস-সালামু আলাইকুম আমি জীবনে অনেক নামাজ মিস দিয়েছি, পড়াশোনার যাতে ক্ষতি না হয় তাই বাসা থেকে রোজা থাকতে দিতো না আমাকে। আমার তখন ইসলাম সম্পর্কে এতো জ্ঞান ছিল না। তাই আমি রোজা মিস দিয়েছি। এখন আলহামদুলিল্লাহ নামাজ রোজা মিস দেইনা। এখন প্রশ্ন হচ্ছে আগের ছুটে যাওয়া রোজা,নামাজ এর ব্যাপারে আমার করণীয় কি? আমি কতো রাকাত নামাজ,রোজা মিস দিয়েছি আমার মনে নেই।। দয়া করে জানাবেন
আস-সালামু আলাইকুম। ১। কাপড় পাক হওয়ার জন্য নাকি তিন বার পানি দিয়ে ধুতে হয়। কিন্তু কিছুদিন আগে এক মাহতারাম বললেন যে তিন বার ধোয়া আবশ্যক নয় যদি নাপাকি দেখা না যায়। বিষয়টি বিস্তারিত বললে ভালো হতো।২। যেই কাপড়ে নাপাকি লাগেনি কিন্তু এমনি ময়লা হয়েছে সেগুলো ধোয়ার ক্ষেত্রে কি নিয়মে ধুতে হবে?? দয়া করে জানাবেন।
আমি পেশায় একজন সেলসম্যান বা নির্ধারিত বেতনে বিক্রয়কর্মী। আমি কোম্পানির মালামাল দর করে বাহিরে নিয়ে যদি বেশি দামে বিক্রি করি তা বাড়তি টাকা কোম্পানি কে না দিয়ে নিজে রেখে দিয় তা কি হারাম হবে? উদাহরণ কোম্পানি থেকে ১০০০ টাকা বলে একটা মাল নিয়ে কাস্টমার এর কাছে ১২০০ টাকা বিক্রি করলাম। কোম্পানি কে দিলাম ১০০০ টাকা।
আস-সালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, যদি লিখাটা চোখে পড়ে তবে মূল্যবান মতামত বা উত্তর দিবেন আশা করি। আমি বেকার। পিতা মৃত।আমার মায়ের যাকাত দেওয়ার মত নিসাব পরিমাণ টাকা আছে। ঐ টাকাটা দিয়ে আমাদের সংসার চলে। এমতাবস্তায় যাকাত দিতে হবে?
আস-সালামু আলাইকুম, আমি একটি ব্যবসা এর সাথে জড়িত, আমি জানতে চাই উক্ত ব্যবসা হালাল হবে কিনা। ব্যবসাটি এর মূল কার্যক্রম হলো এটি বিভিন্ন অনলাইন গেম এর একাউন্ট কিনে। তার পরে আমারা সদস্য যারা আছি তারা উক্ত একাউন্টটি খেলে ডেভেলপ করি, অতপর একাউন্টটি বিভিন্ন প্ল্যাটফর্মে বিক্রয় করে থাকি। বিক্রয় মূল্য থেকে পাওয়া লাভ আমরা ভাগাভাগি করে নেই। কুরআন ও হাদিস ভিত্তিক ভাবে আমাকে উত্তর দিন যে আমার ব্যবসা হালাল কিনা। ধন্যবাদ।
আস-সালামু আলাইকুম। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি একটি টিউশন করাই যেখানে আমি বলেছি আমি একজন দ্বিতীয় বর্ষের ছাত্র। কিন্তু আমি একজন প্রথম বর্ষের ছাত্র। এক্ষেত্রে আমার সম্পুর্ন ইনকাম টা কি হারাম হবে।
আসসালামু আলাইকুম আমি মসজিদে যাওয়ার পর যদি ইমামকে রুকুতে দেখি তখন আমার করণীয় কি? আমি কি হাত বেধে সানা পড়ে তারপর রুকুতে যাবো নাকি শুধু তাকবির দিয়ে হাত না বেধে রুকুতে যাবো?
আমার ভাই কিছুদিন আগে একটা ছাগল বাসায় নিয়ে আসে এবং নিজেই তার যত্ন নেয় এবং বলে এটা ছাগল আমি কোরবানির সময় কোরবানি দিবো কিন্তু কয়েকদিন আগে কুকুরের কামরে ছাগলটি মারা যায়।। এখন আমার ভাই এর করণীয় কি? তাকে কি কুরবানী দিতেই হবে অন্য ছাগল?
আসসালামু আলাইকুম ১) শায়েখ আমি একটি প্লাস্টিক এর ব্যাংকে টাকা জমা রাখেছি আশা করি লক্ষ টাকা+ হবে, সে টাকা জাকাত কিভাবে দিবো কারন আমি তো একুরেটলি জানি না কত টাকা আছে? আনুমানিক ধরে জাকাত দিবো না ভেঙ্গে হিসেব করে দিবো? ২) আমি এবং আমার কলিক মিলে একটি ব্যাংক একাউন্টে এ মাসে ১০হাজার করে জমাই ১-২ বছর পর আল্লাহ ইচ্ছেতে জমি কোনার জন্য। প্রশ্না হলো জাকাত হিসেব করার সময় আমার এখন পর্যন্ত ল্যান্ড এর জন্য জমা কৃত টাকার হিসেবও কি আসবে?
আমি একজন বিপদগ্রস্ত মানুষ। ঢাকায় বসবাস। পরিবারে স্ত্রী এবং ২ মেয়ে। আমি জঘন্যতম সুদের সাথে জড়িত। নিজ কর্মের মাধ্যমে কোনভাবেই সুদের ঋণ পরিশোধ করতে না পারায় দিন দিন ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ভিটে মাটি ছাড়া কিছু নেই। কুরআন এবং সহীহ্ হাদিস অনুসারে জীবন পরিচালিত করার চেষ্টা করি। কিন্তু বর্তমানে এই ঋণের কারণে নানা অশান্তিতে আছি এবং ইবাদত করেও তৃপ্তি পাই না। আমার প্রশ্ন- আমার জন্য কি যাকাত জায়েজ?
আমার মা আলহামদুলিল্লাহ ইসলামের সব নিয়ম মেনে চলার চেষ্টা করেন এবং ফরজ, সুন্নত, নফল,পর্দা সব কিছু মেনে চলেন। আমার বাবা বেচে নেই তাই মায়ের সব খরচ ভাইয়েরা বহন করে কিন্তু তারা ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যবসা করে এখন প্রশ্ন হচ্ছে তাদের উপার্জিত অর্থ থেকে আমার মা খাওয়া, পোশাক পরলে কি মায়ের গুনাহ হবে বা জায়েজ হবে কিনা?