আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মুহতারাম, আমরা অফিসে নামাজের জন্য একটা জায়গা ঠিক করে সেখানে জামায়াতে সালাত আদায় করি। জায়গাটা আমার ডেস্ক থেকে 10-12 ফুট দুরে পাশের কক্ষে। আমিকি সেখানে উপস্থিত হয়ে তাহিয়্যাতুল মসজিদ সালাত আদায় করবো? কেননা সেটাতো মসজিদ নয়। তাহলে তাহিয়্যাতুল বা দুখুলুল মসজিদ হয় কি? যাযাকুমুল্লাহ খয়রান।
আমার বাসার একটি পাপোস যেটা আমি নিশচিত ভাবে জানি নাপাক,কিনতু আমার অজান্তে ওই পাপোসটা পেরে দেওয়া হয়। পরে আমি বললাম ওটা নাপাক। কিন্তু সবাই ওই পাপোশে ভিজা পা মোছে। যার ফলে সবার পা, পাপোস,মেঝে নাপাক হয়ে গিয়েছে। এখন কিভাবে এগুলো পবিত্র হবে?
আসসালামুয়ালাইকুম, আমার দুইটি প্রশ্ন রয়েছে! ১/ সূর্যোদয়ের কতক্ষণ পর নামাজ পরা জায়েজ? অর্থাৎ সূর্যোদয়ের কতসময় পর ইশরাকের নামাজ আদায় করবো? ২/ আমি যদি কাউকে বলি- কালকে ওখানে যাবো ! কালকে ওই কাজটি করবো ! এমন সময় ইনশাআল্লাহ কি মুখেই উচ্চারণ করতে হবে? মনে মনে যদি বলি তাহলে কি হবে? আশা করি উত্তর দিবেন!
আসসালমুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ ! আমার একটি প্রশ্ন আছে, যোহরের নামাজের আগে কোনো নামাজ আছে কি? বলতে চাচ্ছি, দুপুর ১২টার পর এবং জোহরের আযান এর আগে। যদি কোন নামাজ থাকে, কি ভাবে আদায় করা যায়, বুঝিয়ে বলবেন।
আসসালামুআলাইকুম,,কিয়ামূল লাইল সালাতের সময় কিরাত উচ্চস্বরে /মৃদুস্বরে তিলাওয়াত করতে হয় নাকি মমে মনে? ঘুমানোর পূর্বে বা শেষ রাতে বিতর সালাত ৫ বা ৭ রাকাত পড়লে প্রথম দুই বা চার রাকাআত কিয়ামুল লাইল হিসেবে বিবেচিত হবে নাকি বিতর হিসেবেই? ধন্যবাদ
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বুখারী শরীফের হাদিস নং 472 থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত দুই রাকাত দু রাকাত করে পড়তে বলেছেন। আবার বুখারী শরীফের 3569 নং হাদীস থেকে আমরা জানতে পারি যে নবী সাঃ চার রাকাত চার রাকাত করে রাতের সালাত আদায় করেছেন। আমার প্রশ্ন হচ্ছে নবী(সা) নিজে কি সবসময় চার রাকাত করে আদায় করতেন? নবী(সা) তো দুই রাকাত করে পড়ার নির্দেশ দিয়েছেন। একটু বুঝিয়ে বলবেন। জাযাকাল্লাহু খয়রন।
সালাতুল কুসূফ বা সূর্য গ্রহণের সালাতে প্রতি রাকাতে কী দুইবার সুরা ফাতিহা পাঠ করতে হবে অর্থাৎ প্রথম রুকুর পর উঠে কিরাআত করার সময় কী আবার সূরা ফাতিহা পাঠ করতে হবে নাকি শুধু অন্য যেকোনো সূরা পড়তে হবে।
আসসালামু আলাইকুম, ১) তাহাজ্জদ এবং নফল নামাজে সিজদায় আল্লাহ এর কাছে কিছু চাওয়া যাবে? এ ব্যাপারে নবী ( স:) এর সুন্নাহ ও হাদীসে কি আছে?
২) রুকু ও সেজদায় দোয়া সবোচ্চ কতবার পড়তে পারবো? নবী (স:) কি বলেছেন?
আচ্ছালামু আলাইকু। আমি এই সাইটে প্রথম প্রশ্ন করছি। প্রশ্ন করার ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হলে জানাবেন। আমার প্রশ্ন হলো: মাগরিবের নামাজের জামাতের আগে দুই রাকাত নামাজের গুরুত্বের কথা হাদিসে বলা আছে। আমার মা জানতে চেয়েছেন মহিলারা ঘরে বসে নামাজ পড়লে মাগরিবের ফরজ নামাজের আগে ওই দুই রাকাত নামাজ পরতে পারবে কি না? এবং যদি পড়তে পারে তাহলে প্রত্যেকবার ওজু করার পরে যে দুই রাকাত নামাজের কথা হাদিসে আছে (তাহিয়াতুল অজু) সেই দুই রাকাত নামাজ এবং মাগরিবের ফরজের আগের দুই রাকাত নামাজ মিলিয়ে মোট চার রাকাত পড়তে হবে, নাকি শুধু দুই রাকাত নামাজ পরলেই অজুর নামাজ এবং মাগরিবের আগের দুই রাকাত নামাজের ফজিলত একসাথে পাওয়া যাবে। ধন্যবাদ।
আসসালামুয়ালাইকুম, ১/ দুয়া মাসুরার পরে এবং সালাম ফিরানোর আগে, কুরআন ও হাদিসে যে দুয়া গুলো আমরা পাই, সেই দুয়া গুলো কি নফল সালাতের সিজদায় পড়া যাবে? নাকি শুধু তখনই পড়তে হবে?
আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হলো, মাযহাব কি শুধু একটাই মানতে হবে? (একটা মানলে বাকি ৩ টা মানা যাবে না?) কোন বিষয়ে ৪ টা মতের মধ্যে যেটা উত্তম সে মত এর উপর আমল করলে কি সমস্যা হবে?
আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ইশার পরে চার রাকাত সালাত আদায় করে, এটা তার জন্য লায়লাতুল ক্বদরে চার রাকাত সালাত আদায় করার মতোই। মুসান্নাফ ইবনে আবি শায়বাহঃ ২/৩৪২। আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইশার পরে চার রাকাত সালাত লায়লাতুল ক্বদরে চার রাকাত সালাত আদায় করার মতোই। মুসান্নাফ ইবনে আবি শায়বাহঃ ২/৩৪২। হাদিস টি সম্পর্কে বিস্তারিত জানাবেন ।