- আসসালামু আলাইকুম, রমাদান মাসে সফর করলে কি সিয়াম পালন করতেই হবে? সফররত অবস্থায় সালাত আদায়ের নিয়ম বিস্তারিত জানতে চায়, বিশেষত যোহরের চার রাকাত ফরয সালাতে একাকী আদায় করলে জামাতের ইমামের মতো জোরে তাকবির দিতে হবে কী? আর ১ম বৈঠকেই তাশাহুদ পড়ার পর দরুদ ও দোয়া পড়ে সালাম ফেরাতে হবে কী? একাকী এশার সালাতে কি সশব্দে কিরাত পড়তে হবে ১ম ২ রাকাতে?