আস্সালামুআলাইকুম… আমাদের গ্রামে ঈদগাঁ মাঠ আর মসজিদ, স্কুল একসাথে,মাঠের কাজের সময়, আমার বাবা বলে, মাঠের মেইন গেট আর সাথে পকেট গেট রাখতে। আর অনেকেই বলে পুরা মাঠ গিরে ফেলতে। আমাদের মসজিদে ওয়াক্তি নামাজ তেমন কেউ পরে না। এমন হয় রাতে গিয়া আমার মাকে মসজিদ এর মেইন গেট বন্ধ করতে হয়। তাই আব্বা বলছিলো, একটা পকেট গেট রাখতে। কিন্তু অন্য সমাজের কয়েকজন না করলে, আব্বা অনেক টা অভিমানে বলে, আপনারা নামাজ পড়েন, আমি দ্বিতীয় জামাত করে নামাজ পড়বো। অন্য সমাজের যারা ছিল ওনারা ওনাদের সমাজে গিয়া ভুল ব্যাখ্যা দিয়া আলাদা