As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর

আচ্ছা আমার কোনো জিনিস বা টাকা কেও নিয়ে দেই নি বা আমার হক নষ্ট করেছে আমি যদি আমার হকের জিনিস টা মাফ করে দেই তাহলে কী আমি কারো হক নষ্ট করে থাকলে মাফ পাবো?
প্র শ্ন ১. আমি ৩-৪ বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি বেসরকারি কলেজ থেকে না বলে ঘুনে ধরা নড়বড়ে একটি বেঞ্চ নিজে প্রাইভেট পড়ানোর জন্য আনি। ব্যবহারের সুবিধার জন্য বেঞ্চের বসার অংশ ও বই রাখার অংশ ছুটিয়ে ফেলি। এখন কিভাবে এর দায় থেকে মুক্ত হবো? (আমি এই কলেজেই পড়তাম) প্রশ্ন ২. ৫-৬ বছর আগের কথা আমি অনার্সে যেই ডিপার্টমেন্টে পড়তাম সেই ডিপার্টমেন্টের এক টিচারের কাছে নাম লিখে দুই- তিনটা বই পড়ার জন্য নেই কিন্তু তা বিক্রি করে ফেলি। আর না বলে নেই আরো দুইটা কি তিনটা বই। তাও দেওয়া হয়নি। বইগুলোর নামও আমার পুরো মনে নেই।কিভাবে এই দায় থেকে মুক্ত হবো? নোটঃ১/ যেই বইগুলো খাতায় নাম লিখে নিয়েছি তা যদি পুরনো খাতা থেকে বের করে বইয়ের নাম ও সংখ্যা জানতে পারি তাহলে কি করব? আর সেটা সম্ভব না হলে তাহলে কি করব? নোটঃ ২/ আর যে বইগুলো না বলে নিয়েছি তার সঠিক নাম ও সংখ্যা না মনে করতে পারলে তা থেকে কিভাবে দায়মুক্ত হবো?
আমার কাছে সোনা আছে যার জাকাত আসে। একই সাথে কিছু সঞ্চয় আসে ব্যাঙ্ক এ । সব কিছুর উপর আমার জাকাত হয়। কিন্তু আবার আমর একটা জমির লোন আছে। যদিও জমি আমার পুরো আধিকার এ নাই। লোন শেষ হইলে জমি আমার নামে এ হবে। এমন অবস্থায় অমর জাকাত কীভাবে হিসাব হবে? লোন এর টাকা কি জাকাত এর জন্য টোটাল সম্পদ থেকে বিয়োগ হবে? জানালে উপকৃত হব।
আস সালামু আলাইকুম শায়েখ। ১. আমার প্রশ্ন হলো- কোনো ছাগল কি এই শর্তে বর্গা দেওয়া যাবে যে (ছাগল পালন কারি ছাগল পালন বাবদ ছাগল থেকে যে লাভ আসে তার অর্ধেক গ্ৰহণ করবে ও ছাগলের মালিক অর্ধেক গ্ৰহণ করবে। যেমন-ছাগলটির ২ টি বাচ্চা হলে ১টি পালনকারি ও ১টি মালিক পাবে। যদি ১টা বাচ্চা হয় তাহলে বাচ্চাটি বিক্রি করে যে টাকা হয় তা পালনকারি ও মালিকের মধ্যে সমান ভাগ হবে)।
আমি গার্মেন্টসে মার্চেন্ডাইজিং এ চাকরি করি, আমার প্রশ্ন হচ্ছে আমার একটা ফিক্সড স্যালারি আছে, তবে সাপ্লাইয়ের কাছ থেকে কিছু কিনতে অনেক সময় কিছু কমিশন প্রস্তাব করে। আচ্ছা আমি আপনাকে আরো বুঝিয়ে বলতেছি…. ধরেন ১০০ জিপারের দাম মার্কেটে আছে ২০ টাকা, আমার কোম্পানির দামও ২০ টাকা ধরা হয়েছে, আমি এটা একটা সাপ্লায়ারের কাছ থেকে নিলাম ১৮ টাকায় এবং সে আমাকে প্রতি পিচের জন্যে ৫০ পয়সা দিতে চাচ্ছে, আমি কি এটা নিতে পারবো? নিলে কি হারাম হবে? বা কেন হারাম বা হালাল হবে। উত্তরের অপেক্ষায় রইলাম। আল্লাহ তায়ালা আপনার মঙ্গল করুন। আমিন
আসসালামু আলাইকুম হুজুর। আমি আনলাইন দিয়ে ২ বছর আগে ১ লোকের কাছ দিয়ে ২৭০০ টাকা মেরে খেয়ে ছিলাম। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমি টাকা গুলো ফেরত দিতে চাই। কিন্তু ওই লোককে তো আর পাবো না। এখন টাকা গুলো কি করবো?
আস-সালামু আলাইকুম বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে তিন ধরনের দান/হেবা প্রচলিত রয়েছে যথা- ক) হেবাঃ কোন ধরনের প্রতিদানের বিনিময় ছাড়া কোন সম্পদ দান করা। খ) হেবা-বিল-এওয়াজঃ দানকৃত সম্পত্তির প্রকৃত বাজারমূল্য গ্রহন না করে যেকোন ধরনের প্রতিকী বিনিময় গ্রহন করে কোন সম্পদ দান করা। যেমন- বিনিময় বাবদ কোরআন, তসবিহ বা জায়নামাজ ইত্যাদি বিনিময় হিসাবে গ্রহন করা হয়ে থাকে। গ) হেবা-বা-শর্তউল-এওয়াজ- এক্ষেত্রেও বিনিময় হিসাবে দানকৃত সম্পত্তির প্রকৃত বাজার মুল্য গ্রহন করা হয় না। তবে দানগ্রহীতাকে এই দানের বিনিময়ে কোন শর্ত প্রতিপালন করার অথবা কোন বিনিময় প্রদান করার শর্ত প্রদান করা হয়। শর্ত পালন না করা হলে দানটি বাতিলও করা হয়। যেমন- কোন ব্যক্তি তার একটি জমি এই শর্তে দান করল যে, সে মারা না যাওয়া পর্যন্ত তাকে আজীবন ভরনপোষন দিতে হবে। নয়ত দানটি তিনি চাইলে বাতিল করতে পারবেন। কিন্তু পবিত্র কোরেআনে মহান আল্লাহ তাআলা দানের বিনিময় গ্রহন না করতে বলেছেন এবং সকল দানের প্রতিদান আল্লাহ নিজে দিবেন মর্মে বলেছেন। দান সংক্রান্ত হাদিস সমূহ আমি যতদূর দেখেছি সেখানেও দানের কোন বিনিময় গ্রহন করার কথা বলা নেই। আবার দান বাতিল করার কোন দৃষ্টান্তও কোরআন বা হাদিসে আমি পাই নাই। কিন্তু আমাদের দেশে প্রচলিত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, মানুষ কোন কিছুর বিনিময়ে দান করতেছ বা দানের ক্ষেত্রে শর্ত প্রদান করতেছে আবার দান বাতিল করার মতো কাজও করতেছে। আমার প্রশ্ন হল- কোরআন হাদিসের প্রেক্ষিতে কোন কিছুর বিনিময়ে দান করা বা দান করার পর তা বাতিল করা শরিয়াতের বিধান মোতাবেক বৈধ কিনা? আল্লাহ তাআলা আপনাদের এই মেহনতের উত্তম প্রতিদান প্রদান করুন।
আসসালামু আলাইকুম, আমার আব্বা একজন ডায়বেটিসের রোগী এবং তার বয়স ৫৯ বছর। করোনা ভাইরাসের শুরু থেকেই আমি আব্বার ইমামতিতে বাসাতেই প্রতি ওয়াক্তের নামাজ আদায় করে আসছি। উল্লেখ্য আমরা কেউই প্রয়োজন ছাড়া বাইরে যাইনা। এমতাবস্থায় আমি কি এভাবেই দুইজন মিলে নামাজ আদায় করা চালিয়ে যাব নাকি অন্তত আমার মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা উচিত? একই সাথে এমতাবস্থায় আমাদের জুমআর নামাজের জন্য কি বিধান হবে? জাজাকাল্লাহ
আসসালামু আলাইকুম, এক ব্যক্তি তার স্ত্রীর মহর আদায় করেনি। সে বলতেছে আমি ইন্তেকাল এর পর আমার স্ত্রীকে সরকার আমার পেনশনের ভাতা দিবে। সে, যত দিন বেচে থাকে। এখন এই, টাকা দিয়ে মোহর আদায় হবে কিনা?
আসসালামু আলাইকুম হজরত। আমার বাবা মৃত্যুর পূর্বে সুদি ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রেখে ছিলেন ৷ আমার পরিবারের কেউ এমনকি আমার আম্মু জানতেন না যে আব্বু ব্যাংকে টাকা জমা রেখেছেন ৷ তিনি কোন উদ্দেশ্যে রেখেছিলেন তা আমরা জানি না ৷ উনার মৃত্যুর চার থেকে পাঁচ বছর পরে আমরা জানতে পারি যে আমার বাবা ব্যাংকে টাকা জমা রেখে ছিলেন এবং সেগুলো সুদের টাকা জমাতে জমাতে প্রায় দ্বিগুণ হয়ে যায় ৷এখন আমার প্রশ্ন হলো সুদের বাড়তি টাকা গুলো তুলতে পারব কিনা তুলতে পারলে কি করবো সেগুলো দিয়ে?
আসসালামু আলাইকুম ১| আমার পরিচিত একজন একটি সরকারি কম্পানির কলনিতে থাকা কালীন কিছু ক্যাবল, পিতল,লোহা নিয়ে বিক্রি করে এখন এর থেকে মুক্তির উপায় কি? এই মুল্য এখন ওই কম্পানিতে ফেরত দেয়াও সম্ভব নয়। ২| একি ব্যক্তি আগে নেশায় জরিত থাকা কালিন কিছু নেশাদার দ্রব্য বাকিতে ক্রয় করে পরে আল্লাহর ইচ্ছায় সে ফিরে এসেছে, এখন এই বাকির মুল্য কি পরিশোধ করতে হবে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক পরিচিত ভাই আমাকে একটা চাকরি দেয়ার কথা বলেছে,আমি তাকে বলি ঘুষ দিয়ে চাকরি করব না,সে বলে আমি তোমাকে ঘুষ দেয়ার কথা বলি নি আমার যা খরচ হবে ২০-৩০ টাকা এটা দিতে বলছি। এখন প্রশ্ন হল এই টাকা দিয়ে চাকরি নেওয়া কি জায়েজ হবে। বি দ্র: আমার সেই চাকরি টা করার মত একাডেমিক যোগ্যতা আছে। উত্তর দিলে উপকৃত হতাম।
আসসালামু আলাইকুম, শায়েখ। আমি আপনার কাছে একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। তাই আমার সমস্যাটা আপনাকে জানাচ্ছি… আমার বাবা ক্লাবে ৩ ডি জমি দান করছে বলে ক্লাবের সদস্য গণ তার মৃত্যর পর দাবি জানায় যে তাদের কাছে দলিল আছে কিনতু বাবার জীবিত থাকাকালীন তারা কিছু বলে নি এবং তাদের দখলে জমি ছিল না, বর্তমানেও জমি দখলে নাই। যদি তারা জমিটুকু পেয়ে যায় আইনিভাবে(আমাদেরও চেষ্টা থাকবে কোন ভাবে যেন তারা না পায়) তাহলে কি ক্লাবে জমি দানের কারণে বাবার কবরে কি আজাব হতে পারে? এবং এ আজাব যেন না হয় সেক্ষেত্রে কি কোন উপায় আছে? বিষয়টি জানালে খুব উপকৃত হতাম। ধন্যবাদ…।
আসসালামু আলাইকুম, আমার বন্ধু কানাডা থাকে। তাকে আমার জন্য একটি ফোন পাঠাতে বলেছি । সে যে দামে ক্রয় করবে সেই দামই তাকে আমি পরিশোধ করবো। এখন প্রশ্ন হচ্ছে কাস্টমস ডিউটি (ট্যাক্স) সংক্রান্ত বিষয়ে। আমি জানি না ব্যাক্তিগত ব্যবহারের জন্য ফোন আনা হলে কাস্টটমস ট্যাক্স দেয়া লাগে কিনা ! বা কয়টা ফোন বিনা কাস্টমস ট্যাক্সে আনার বৈধতা আমাদের কতৃপক্ষ দিয়েছে। তাছাড়া বিদেশ থেকে যখন আমরা আসি তখন তো সাধারনভাবে কত পন্যেই ব্যাগে আনি, এটার জন্য ব্যাগেজ চার্জ দিতে হয় । তবে প্রত্যেকটা পন্যের জন্য আবার আলাদা ট্যাক্স দেয়া লাগে না হয়তো। কাস্টমস ট্যাক্স বিষয়ে নিশ্চিতভাবে জানার জন্য অনেক স্টাডি ও গবেষণা প্রয়োজন। যাই হোক আমি ফোনটা নিতে চাচ্ছি। এখন এরকম ধোয়াশাপূর্ন পরিস্থিতিতে নিতে পারবো? আর এয়ারপোর্টে ট্যাক্স দেয়ার যদি বাধ্যবাধকতা থাকে কিন্তুু কোনোভাবে সেটা যদি এড়িয়ে গিয়ে ফোনটা আনা হয় তাহলে কি সেই ফোনটা চালানো বৈধ হবে আমার জন্য?
আসসালামু আলাইকুম,একজনের কাছ থেকে ৫০ বা ৬০ টাকা মেরে খেলে তার বিনিময়ে সারাজীবনের ইবাদাত দিয়ে দিতে হবে? একথা কতটুকু সঠিক?
আসসালমু আলাইকুম, আমাদের এলাকায়জমি বন্ধক এর সিস্টেম চালু আছে কেউ ১ লাখ টাকা নিয়ে জমি বন্ধক রাখলে জমির মালিক টাকা না দেয়া পর্যন্ত সে চাষ করে,এটা হারাম আমি জানি। প্রশ্ন হল আমি কি জমি লিজ নিতে পারবে? যেমন কিছু জমি লিজ নিলাম ভাড়া বাবত মালিককে অগ্রিম ১ লাখ টাকা দিয়ে দিলাম,মাস কিংবা বছর ভিত্তিক দুইজনের সম্মতিতে যে ভাড়া নির্ধারণ হল তা কেটে যাবে। জমির মালিক যখন টাকা ফেরত দিতে চাইবে ভাড়া বাবদ যে টাকা কেটেছে সেটা বাদ দিয়ে বাকি টাকা ফেরত দিবে। এটা কি জায়েয হবে কিংবা না হলে অন্য কোন উপায় আছে কোরআন সুন্নাহ্ এর আলোকে জানালে উপকৃত হতাম।
আসসালামুআলাইকুম, হুজুর মরহুম জাহাঙ্গীর হুজুর উনার এক বয়ানে বলেছিলেন উনার কাছে এক লোক এসেছিল যার জমির দলিল ডেভেলপার দের দিয়েছিল, কিন্তু পরে তারা এই কাগজ নিয়ে উলটপালট করে। ওই লোককে জাহাঙ্গীর হুজুর রাহে বেলায়েত বই থেকে কিছু দোয়া দাগিয়ে দিয়েছিলেন ওই দোআ গুলো যদি জানতেন উপকার হতো
আসসালামু আলাইকুম, আমার বয়স যখন ৮-১০ বছর। ক্লাস ২-৩ তে পড়ি। স্কুলে গিয়ে ২-৩ টা দোকান থেকে কিছু বাকি খাইছিলাম সর্বোচ্চ ৫-৬ টাকা হবে। কিন্তু সেই টাকা আর দেয়া হয় নি। এখন ঐসব দোকানও আর নাই মনে হয়। এখন আমার করণীয় কি? আমি খুব চিন্তায় আছি . সবচেয়ে বেশি চিন্তায় আছি যে, একটা হিন্দু লোকের দোকানে ১ টাকা বাকি ছিল আর দেয়া হয় নি? জানি না দোকান টা আছে কি না। যদি গ্রামে গিয়ে দেখি দোকান টা নাই তাইলে কি করণীয়?
আমি স্টক বিজনেস শুরু করতে যাচ্ছি। ভুট্টা, সরিষা, পাট স্টক করার ইচ্ছা আছে। এই ব্যবসার হালাল হারাম বিষয়ে জানতে চাই। হালাল হলে কি কি থেকে বেঁচে থাকলে ব্যাবসা হারাম হবেনা ত জানতে চাই
আমাদের অনেক প্রয়োজনে ব্যাংকে টাকা রাখতে হয়। তবে ব্যাংক কতৃক প্রদান করা সুদের টাকা নেওয়া নাজায়েজ, তবে এই টাকার কি করা উচিত?
আসসালামুয়ালাইকুম হুজুর, গত জুমাতে একটা প্রশ্ন করেছে উত্তর দিতে পারিনাই দয়াকরে উত্তরটা জানালে আল্লহর ইচ্ছা সকলে উপকৃত হব ইনশাআল্লাহ। প্রশ্ন মসজিদের টাকা দিয়ে মুয়াজ্জিন, ইমাম ও খতীবদের সম্মানি প্রদান করা যয়েজ হবে কিনা।
আমাদের একটা মুদি দোকান আছে এবং এখানে অন্যসব দোকানের মতো আমরাও বর্তমান চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন পণ্য যেমন টুট পেষ্ট(Close Up), সেম্পু( Sunsilk),বাচ্চাদের খাবার ইত্যাদি বিক্রি করি যার সাথে মেয়ে আবার কখনও ছেলে মেয়ে উভয়ের ছবি ও কার্টুন ছবি থাকে এগুলো বিক্রি করা জয়েয কি?
আসসালামুআলাইকু, আমি আমার এক বন্ধুর নতুন দোকান এর জন্য কিছু মালামাল নিজ জিম্মা নিয়ে এক দোকানের থেকে বাকীতে নিয়ে দেই। আজকে দিয়ে দিবো কাল দিয়ে দিবো বলে আজ প্রায় ১০ বছর পার হয়েগেছ। এখনও আমার বন্ধু দোকান এর বকেয়া টাকা পরিশোধ করছে না। এখন এই বকেয়া টাকা কি আামাকে পরিশোধ করতে হবে? এখন আমার করনিয়ো কি যানাবেন।
sir আসসালামু আলাইকুম, আমি রাহে বেলায়াত বইটি কিনতে চাই। কিন্তু কোন দুয়াগুলি পরলে আমার পাওনা কিছু টাকা উদ্ধার হবে?
আসসালামু আলাইকুম। আমার ২ টি প্রশ্ন ছিল। হয়তো একটু লম্বা এবং সম্পূরক প্রশ্ন। প্রথম প্রশ্নঃ ধরুন আমি কারো কাছে ঋণী আছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না যে আমি তার ঋণ পরিশোধ করবো ! যদি খুঁজে পাই এবং লোকটি যদি বেঁচে না থাকে তা হলে তার পরিবারের কাউকে দিয়ে দিবো ঠিক আছে। কিন্তু যদি খুঁজেই না পাই তা হলে কি করবো? দ্বিতীয় প্রশ্নঃ মুসলমানরা মারা গেলে কবরে সোয়াল-জবাব হয়। কিন্তু ওই সকল মুসিলমানদের বেলায় কি ঘটে যারা প্লেন ক্রাশে মারা যায়, নদীতে অথবা সাগরে মারা যায় কোনো চিহ্ন থাকে না তাদের বেলায় কি ঘটে? এবং অমুসলিম যাদের দাফন করা হয় তাদের বেলায় কি ঘটে তাদেরও কি সওয়াল-জবাব করা হয়? কুরআন ও হাদিসের আলোকে উত্তর গুলো পেলে উপকৃত হতাম। আপনার সময় দেবার দেবার জন্য আপনাকে ধন্যবাদ।