একটি ভিডিও তে আমি দেখলাম যে, আল্লাহ সকল পাপ বিশুদ্ধ তওবার মাধ্যমে ক্ষমা করবেন। কিন্তু, কিছু পাপ যেমন :- অন্যের গীবত করা, অন্যকে গালি দেওয়া, অন্যকে অপমান করা, অন্যের হক নষ্ট করা, কাউকে হত্যা করা, কারো কাছে ঋণ থাকা, কাউকে ঠকানো, ইত্যাদি পাপ গুলো কারোর সাথে করলে, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ উক্ত পাপ গুলো ক্ষমা করবেন না। এবং কিয়ামতের দিন উক্ত পাপে, পাপী ব্যক্তির পাহাড় সমান নেক আমল থাকলেও, সেই সব নেক আমল সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যাকে নিয়ে উক্ত পাপ করা হয়েছে। এখন আমার