আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় শায়খ সালাতুল জানাজা পডার নিয়ম বিস্তারিত জানাবেন? এবং বালেক পুরুষ / মাহিল ও নাবালেগ পুরুষ /মহিলার ক্ষেত্রে কোন দোয়া পড়তে হবে জানালে খুবই উপকৃত হবো । আশা করছি সুন্নাহ মোতাবেক উত্তর দিবেন।
আসসালা মুআলাইকুম। আমরা আমাদের মৃত মা-বাবা, আত্বীয়স্বজনদের জন্য দোয়া করার সময় বলব, হে আল্লাহ্ আপনি আমার এই আমলের সওয়াব উনাদের নিকট পৌঁছে দেন। নাকি বলব,উনাদের রূহের ওপর বখশিয়ে দিন। দয়া করে উত্তরটা জানালে বড়ই উপকৃত হব।
আস্সালামুআলাইকুম। প্রথম প্রশ্ন : আমাদের সমাজে কেউ মারা গেলে কবর দেয়া বা দাফন কাজ শেষে কবরের সামনে দাঁড়িয়ে দলীয় ভাবে যে মুনাজার ধরা হয়, মরহুমের জন্য- তা কি বৈধ? দ্বিতীয় প্রশ্ন : মৃত ব্যক্তির মৃত্যুর ৪ দিনে এবং ৪০ দিন এ যে হুজুর ডেকে মিলাদ আয়োজন করা হয় এবং খানার আয়োজন করা হয়, তা কি ইসলামে বৈধ?
আসসালামু আলাইকুম। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সময় যে দোয়াটি পড়া হয় তা নিয়ে আমাদের অঞ্চলে একটি মতভেদের সৃষ্টি হয়েছে। মৃতব্যক্তিকে কবর দেওয়ার সময় হাতে মাটি নিয়ে সুরা ত্বহার ৫৫ আয়াত পড়ে থাকি। ইদানিং শুনতে পাচ্ছি এই দোয়াটি পড়া সঠিক নয়। এই দোয়া পড়ার সহিহ কোন হাদিস নেই। এবং অর্থগত দিক থেকে এই দোয়া পড়া শিরক। মাটি দেওয়ার সময় শুধুমাত্র বিসমিল্লাহ বললেই হবে। এক্ষেত্রে আমাদের করনীয় কি? দয়া করে জনাবেন। মহান আল্লাহ সকলকে দ্বিনের সঠিক জ্ঞান দান করুন এবং সে অনুযায়ী পথ চলার তৌফিক দান করুন। আমিন।
মৃত মানুষকে খাট থেকে কবরে নামানোর সময় কোন উপায় না পেয়ে /ভুলক্রমে মৃত ব্যাক্তিকে উপর তুলে নীচ দিয়ে এক পাশ থেকে অন্য পাশে আসতে পারবে? এই বিষয়ে কোন মতামত থাকলে জানাবেন।
আসসালামু আলাইকুম, হুজুর, আমাদের গ্রামের হুজুর বলে বেনামাজীর যানাযা নামাজ কোনো খতিব পড়াতে পারবে না। তাই গ্রামে কোনো বেনামাজি মারা গেলে তিনি কঠোর ভাষায় এগুলা বলে এবং নিজে নামাজ না পড়িয়ে তার ছাত্রদের বা কম জানা কাউকে দিয়ে নামাজ পড়িয়ে থাকেন। এজন্যে এই বিষয়টি নিয়ে গ্রামে অনেক সমালোচনা হয় । আমাদের গ্রামের হুজুরের এরকম কথা এবং কাজ কি ঠিক? বানামাজীর যানাযা বিষয়ে কুরআন,হাদিসের নির্দেশনা কি?
মৃত ব্যক্তি কে গসল দেয়ালে কি নিজের গসল করতে হবে? সায়েখ কাজী মুহাম্মদ ইব্রাহীম থেকে সুনছি লাগবেনা। গায়ে কিছু লাগলে ধুয়ে নিলেই হবে। আবার কেউ বলে গসল করতে হবে। কুরআন সুন্নাহ কি বলে?
আসসালামুআলাইকুম, প্রশ্নটি হচ্ছে, কেউ মারা গেলে তার জানাযার সালাত কে পড়াবে,সুন্নত পদ্ধতিটা যদি বলতেন। উল্লেখ্য যে,আমি শুনেছি তার পরিবার থেকে কেউ পড়াবেন এইটা নাকি সুন্নত । উত্তর পেলে খুব উপক্রিত হবো। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। আমি মোঃ কামরুজ্জামান। আমার একটি প্রশ্ন হল আমি নিজে যদি জানাযার নামাজের ইমাম হই তাহলে কি আরবি নিয়ত এ আনা ইমা মুল্লিমান হাদারা ওই মাইইয়াহদুরু বলতে হবে
আর নিয়তটা কিভাবে করব মুখে নাকি অন্তরে?
দয়া করে জানাবেন, জাজাকাল্লাহ খাইরান
আসসালামুয়ালাইকুম
kono mrito bektir sate jodi kafon er kapor sara onno kono kapor jemon sari oniccha krito vabe chole jai tahole ki kono somossa hobe. ba aijonno ki kono kisu koroniyo ase janben.
হুজুর কবর জিযারত করার সময়, দোয়ার পাশা পাশি পবিত্র কোরান থেকে কিছু সুরা যেমন সুরা ইয়াছিন, সুরা রহমান, সুরা মুলুক তেলাওয়াত করতে পারব কি না । কবর এর সামনে দারায়ে তার মাগফেরাত কামনার উদ্দেশ্যে ।
Assalamu alikum orahmatullah....আমার প্রশ্ন হল, মৃত ব্যক্তির জন্য তার আত্মীয় স্বজনেরা ঐ মৃত ব্যক্তিকে সওআবের নিয়তে কুরআন পড়লে কি সে কবরে থেকে সওআব পাবে? নাকি যে পরে তার হবে?
আসসালামুয়ালাইকুম, একটা সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করছি, উত্তর দিলে খুব উপকৃত হব। বিস্তারিত বলছি, আমার বাবা এবং চাচারা মোট ছয় ভাই। দাদার মৃত্যু বরণ করার প্রায় ২৮ বছর পর জায়গা জমি যার যার নামে ভাগ করে নেয়। কিন্তু আমার বাবার অংশে দাদার কবর টি পরে। এখন এই কবরটি থাকার কারণে জায়গাতে কোনো ঘরবাড়ি করা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের সমস্যার কারণ এই কবরটি স্থানান্তর করার কোন জায়েজ নিয়ম আছে? থাকলে দয়াকরে পদ্ধতিটি জানাবেন, আর যদি সম্ভব না হয় তাও দয়া করে জানাবেন।
আসসালামুওয়ালাইকুম,আমার দুলাভাই কয়েকদিন আগে সড়ক দূরঘটনায় ইন্তেকাল করেন। দূর্ঘটনার পর তিনি অজ্ঞান ছিলেন,মাথায় আঘাতজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। তিনি তওবা করেছেন কিনা,সেটা নিয়ে আমরা চিন্তিত। বি,দ্র,আমার দুলাভাই দুরঘটনার দিন সকালে কুরআন তিলাওয়াত ও নামায আদায় করেছিলেন। তিনি সৎ এবং আল্লাহকে সর্বদা স্মরণ করে মানুষের সেবা করতেন,নামায আদায় করতেন। আমার প্রশ্ন,আমার দুলাভাই কি শহিদের মর্যাদা পাবেন আল্লাহর রহমতে?আর যেহেতু তিনি কোনো কথা বলতে পারেননি,সেহেতু তার অবস্থা জানার জন্য আমরা কি আমল করবো?
একজন বয়স্ক মহিলা মারা যাওয়ার পর যখন উনাকে দাফন করা হয়, দাফনের পরের দিন উনার কবরের মাথার দিকে উপর থেকে নিচের দিকে একটা চিকন গর্ত হয়ে যায়, পরে উনার ছেলেরা সেটা পূরন করে দেন এবং মারা যাওয়ার পর উনার লাশ যেখানে রাখা হয়েছিল, ঠিক সেখানেও একই ধরনের আরেকটি গর্ত দেখা যায়, আসলে ব্যাপার টা কি, একটু জানতে চাইতেছি.
আসসালামু আলাইকুম। মুহতারাম,
১। কবরে সালাম দিলে কী কবরস্থ ব্যক্তি সালাম শুনতে পান? যদি সালাম শুনেই থাকেন তবে কী কবরস্থ ব্যক্তি সালামের জবাব দেন?
২। শুক্রবারে আছর সালাতের পর সাতবার আয়তুল কুরসি পড়লে বিশেষ ফযিলত আছে কী? যদি বিশেষ কোন ফযিলত থাকে দলিলসহ বিস্তারিত জানালে খুশি হবো। (প্রসঙ্গত: উল্লেখ্য যে, প্রতি সালাতের পর আয়তুল কুরসি পড়ার ফযিলতের বিষয়ে আমি অবগত আছি, শুধুমাত্র শুক্রবারে আছর সালাতের পর সাতবার আয়তুল কুরসি পড়লে বিশেষ ফযিলতের বিষয়ে জানতে চাচ্ছি)। মাআসসালাম।