আস-সালামু আলাইকুম। মুহ্তারাম, আমি মোঃ বেলাল হোসেন, রাজশাহী। আমার ছেলের বয়স ১২ বছর। সে ২০২১ সালে নভেম্বর মাসে হেফজ শুরু করে প্রথম সপ্তাহে ১ পারা কোরআন মুখস্ত করে। এরপর থেকে তার প্রচন্ড পেট ব্যাথা ও বমি শুরু হয়। বিগত ২০২২ সালে সমস্যা এত তীব্র হয় যে, মাদ্রাসা যাওয়া প্রায়ই বন্ধ হয়ে যায়। তাই ঐ পুরো ২০২২ সাল মিলে আরও এক প্যারা কোরআন মুখস্থ করে। তাঁকে অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক পরিক্ষা-নিরিক্ষা করিয়েছি। কিন্তু ডাক্তার রিপোর্ট দেখে বলে তাঁর কোন সমস্যা নেই। এরপরে গত রমজান মাসে আমি এভারকেয়ার হাসপাতাল, ঢাকায় নিই।