আসসালামু আলাইকুম, আমি একটি বেসরকারি কোম্পানিতে হিসাবরক্ষক পদে চাকরি করি, আমাদের কোম্পানিটি একটি গার্মেন্টস পন্য উৎপাদনকারী একটি টেক্সটাইল কোম্পানি, বর্তমানে প্রায় প্রতিটি কোম্পানিতে ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে জামানত হিসাবে কিছু ফিক্সড ডিপোজিট করা লাগে, আমাদের কোম্পানিতে এ রকম কিছু এফ ডি আর বা ফিক্সট ডিপোজিট আছে, এছাড়াও আমাদের কোম্পানির লাভের কিছু অংশ এফ ডি আর করা আছে ও কিছু লোন আছে, যেহেতু আমি হিসাবরক্ষক তাই এই এফ ডি এর সুদ ও লোনের সুদের হিসেব আমার রাখতে হয়। আমার প্রশ্ন হলো, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, لَعَنَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم-