আসসালামু আলাইকুম, এখন প্রায় দেখা যায় মহিলারা রাস্তার দ্বারে কাপড় শুকাতে দেয় বা যে রাস্তা দিয়ে পুরুষ বিচরণ করে এমন জায়গায়, এখন আমার প্রশ্ন হলো মেয়েদের কাপড় শুকানোর সুন্নাত কি? হাদীস শরীফের আলোকে উত্তর দিলে চির কৃতজ্ঞ থাকব। নূন্যতম একটি হাদিস আশা করছি
আসসালামুয়ালাইকুম। আপনাদের কাছ থেকে অনেক প্রশ্নের উওর জেনে উপকৃত হচ্ছি। আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দিক, আমিন। আমার আজকের প্রশ্নঃ
১। বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা যায়, মোহাম্মদ সাঃ জান্নাতে এবং জাহান্নামে থাকা ব্যক্তিদের কথা বলা হয়েছে। আমি জানতাম কেয়ামতের পর হাশরের দিন সবার এক সাথে বিচার হবে তারপর জান্নাত বা জাহান্নাম হবে। আমার জানা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে মোহাম্মদ সাঃ কিভাবে জান্নাতে বা জাহান্নামে ব্যাক্তিদের কে দেখেছেন? না কি প্রত্যেকের বিচার কি আলাদা ভাবে কেয়ামতের আগেই হয়েগিয়েছিল বা তারা জান্নাতে বা জাহান্নামে চলে গেছে? ২। আদম আঃ ও মা হাওয়া ছিল জান্নাতে। তাহলে শয়তান কিভাবে তাদেরকে ধোঁকাদেওয়ার জন্য জান্নাতে ডুকলো? কেউ বলেছিল সাপের মাধ্যমে ডুকছে? এটা কিভাবে সম্ভব? নাকি শয়তান জান্নাতে ডুকতে পারত? আবার কেউ বলেছে জান্নাতের দরজায় শয়তান ছিল আর মা হাওয়া কাছে ফলটি দিয়েছিল। যদি এটা হয়ে তাহলে শয়তান কিভাবে ফলটি গাছ থেকে নিয়ে আসলো? কারন গাছটিতো জান্নাতে ছিল।
Assalamualaikum.muhtaram ami saudite private ekta companyte cakriroto achi.amr duty 10,gonta gonta proti 8 riyal kore dei.maje maje amake amr mudir 10,gonta howar agei chuti die dei kono somoi 1,2,,4,,gonta ageo o chuti die dei....abr kono kono din 10 gontar besi duty hoi tokhon se bole overtime likhte kintu ami likhi na.ekhon amr prosno hocche 10,ghonta howar age ama ke chuti dei kintu mudir puro dos ghontar e taka dei amake ekhon amr ei taka ta ki halal hobe?
আসসালামু আলাইকুম ; আমার প্রশ্ন হল : দ্বীনি ইলম শেখার নিয়তে কোথাও গেলে বাড়ি ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করার সাওয়াব হয় - হাদিসটির দলিল যদি একটু জানাতেন খুবই উপকৃত হতাম ; কারণ দলিলটা আমার জানা নেই
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
১)বুখারী শরীফ পড়তে চাচ্ছি, কোন প্রকাশনীর টা উত্তম হবে?
২)ব্যাখ্যা সহ বুখারী শরীফ আছে কোন প্রকাশনীর? যদি থেকে থাকে সেক্ষেত্রে কোনটা উত্তম?
আসসালামু আলাইকুম, আমি একজন আপনার সাধারণ ভক্ত। আমি ইদানিং অবসর সময়ে আমার ফোনে লুডু খেলে থাকি। কিন্তু অনেকেই বলে লুডু এবং দাবা এই দুটি খেলাই নাকি ইসলাম এ নিশিদ্ধ। আমি সত্য টা জানতে চাই। যেহেতু আমি কোন মাদ্রাসার ছাত্র না এবং আমার আসে পাশের তেমন কোন ভাল আলেমও আমার পরিচিত না। তাই আমি আপনার কাছেই যান্তে চাইছি। @ লুডু খেলা কি ইসলাম এর বিধান অনুশারে নিশিদ্ধ..?
@ সুলাইমান ইবনে বুরাইদাহ তার পিতা বুরাইদাহ (রাঃ) হইতে বর্ণনা করেছেন। রাসুল (সাঃ) বলেছেন,
যে ব্যাক্তি পাশা/দাবা খেলল সে যেন শূকরের গোশত ও রক্তে হাত রাঙাল। (মুসলিমঃ২২৬০)
আবু মুসা আল আশারি (রাঃ) হতে বর্ণিত
রাসুল (সাঃ) বলেন,
যে পাশা/দাবা খেলল সে যেন আল্লাহ্ এবং আমাকে অমান্য করল
(আবু-দাউদঃ৪১২৯)
( সংগ্রহীত)
উপউক্ত ২টি হাদিস কি সঠিক.? অনেকের মতে এই ২টি হাদীস এর ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন। আমি সঠিক উত্তরটি পেলে উপক্রিত হব।
আসসাল্মু আলাইকুম, জনাব আপনাদের ৫২২ নং প্রশ্নের উত্তরে
হযরত আয়েশা রা. বলেন, مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ وَهْوَ يَقُولُ {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ}
অর্থ: যে বলবে যে, মুহাম্মাদ সা. তার রবকে দেখেছে সে মিথ্যা বলবে। কেননা আল্লাহ তায়ালা বলেছেন, চোখসমূহ তাকে দেখতে পাবে না। যেই হাদিস টির নং উল্লেখ করেছেন সহীহ বুখারী, হাদীস নং ৭৩৮০। এটা কোন প্রকাশনীর? আমি যাচাই করতে পারছি না। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর বই এ হাদিস গুলর যেই রেফারেন্স নং থাকে সেগুলো কোন প্রকাশনীর,অথবা কোথা থেকে আনা হয়েছে? যেমনঃ- স্যার এর রাহে বেলায়েত বইয়ে ৫৭৫ পৃষ্ঠার একটা হাদিস -
আয়েশা (রাঃ) বলেন কিছু মানুষ রাসুলুল্লাহ (সঃ) কে গণক - পুরহিতদের বিষয়ে প্রশ্ন করেন । তখন তিনি বলেন, এরা কিছুই নয় । তারা বলেঃ হে আল্লাহর রাসুল তারা তো কখনও কখনও এমন সব কথা বলে যা সত্য বলে প্রমানিত হয় । তখন রাসুলুল্লাহ (সঃ) বলেন - জিন ( ফেরেশতাগনের কথাবার্তা থেকে ) একটি সত্য চুরি করে শ্রবণ করে, এরপর সে মুরগীর মত শব্দ করে তা তাঁর ওলির কানের মধ্যে ঢেলে দেয়। তখন জিনের ওলিগন (যাদুকর ) এর সাথে শত মিথ্যা মিশ্রিত করে। বুখারী ( ৭৯- কিতাবুত তিব, ৪৫- বাবুল কাহানাহ ) ৫/২১৭৩), মুসলিম ( ৩৯- কিতাবুস সালাম, ৩৫- তাহ্রীমিল কাহানাহ) ৪/১৭৫০)
এই ২১৭৩ ও ১৭৫০ ইসলামিক ফাউনডেশন এর ২১৭৩ ও ১৭৫০ অথবা তাওহীদ পাবলিকেশন এর ২১৭৩ ও ১৭৫০ এর কোনোটার সাথে মিল পাচ্ছি না। এবং কোথায় মিল পাব? বিস্তারিত জানালে উপকৃত হবো। আল্লাহ আপনাদের সঠিক উত্তর দেয়ার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম, আপনি এক বক্তিতায় বলেছিলেন নেয়ামুল কোরান বইটা পড়া ঠিক নয়| তাই আমার অনুরোধ .....আপনার কাছে আপনি যদি জনান ঐরকম ধরনের বইয়ের নাম....যেটা গবেষনামূলক শুদ্ধ বই ... আমি নেয়ামুল কোরান নায়্য বইয়ের সন্ধানে আছি কিন্তু এই বইতো পড়া যাবে না..তাই যদি শুদ্ধ কোনো ভালো বইয়ের নাম জনান তবে খুব খুব উপকৃত হব। ইনসাআল্লাহ আপনি জানাবেন....আপনার উত্তরের আশায় থাকবো।
আসসালামু আলাইকুম। শাইখের কাছে আমার একটা বিষয় জানার ছিল। আশা করি উত্তর পাব ইনশা আল্লাহ। মুহাম্মদ ইবনু হাকাম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোগের মধ্যে সংক্রমণ নেই; শুভ-অশুভ লক্ষণ বলে কিছু নেই। পেঁচায় কুলক্ষণ নেই এবং সফর মাসে অকল্যাণ নেই। [বুখারী (ইফাঃ) - ৫৩৪৬]
এখানে রোগের মধ্যে সংক্রমণ নেই বলতে কি বুঝানো হচ্ছে?
জাযাকাল্লাহ খাইরান।
আসসালামু আলাইকুম ঈমামের পিছনে সুরা ফাতিহা পড়া নিয়ে স্যার (রা) কোন বই আছে কি? এ বিষয়ে সকল হাদিস গুলো একত্রে নিরপক্ষ ভাবে এনেছেন এমান কোন বই আছে (বাংলা) কি?
১/ তারাবীহ্ সালাত সারা মাস কি জামাতে পড়তে হবে নাকি মাঝে মাঝে একাই পড়তে হবে? আর জামাতে পড়লে খুব দ্রুত রুকু সিজদা এবং কুরআন তিলাওয়াত করে তাহলে কি সালাত হবে?
২/ আমি শুনেছি যে, তারাবীহ্ ও তাহাজ্জুদ একই সালাত এবং ৮ রাকাত কি পড়া যায়? সঠিক কোনটি? কুরআন ও হাদিসের আলোকে জানতে চাই।
আসসালামু আলাইকুম,আমি আগের উত্তরগুলো পেয়ে খুব খুশি হয়েছি কারণ আপনারা খুব দ্রুত উত্তরগুলো দিচ্ছেন। আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দিন এবং আল্লাহ্ আপনাদের এই মহৎ কাজটি চালিয়ে যাওয়ার জন্য তোৈফিক দিন (আমিন)। ১/ এমন কি কোন পাপ আছে যেটা করলে আগের সমস্ত আমল নষ্ট হয়ে যায়?
২/ যিনি উত্তরগুলো দিচ্ছেন উনার শিক্ষাগত যোগ্যতা দয়া করে বলবেন? আর পারসোনাল ইমেইল-এ তো উত্তরগুলো পাচ্ছি না এই সাইটে এসেই তো দেখতে হচ্ছে কেন দয়া করে বলবেন?
১/ যয়ীফ হাদীস এর আমল কি করা যাবে? ১২৪০ নং প্রশ্নের উত্তর থেকে জানতে পারলাম যে শুরা হাশরের আমলটা যয়ীফ। আমি যে মসজিদে সালাত পড়ি সেই মসজিদের ইমাম হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা করেছে তিনি বললেন যে যয়ীফ হাদীস আমল করা যাবে। তাই তিনি নিয়মিত ফজরের সালাতের পর মুসুল্লিদেরকে নিয়ে শুরা হাশরের আমল করে?
বাচ্চাদেরকে কাঁধে নিতে পারবো কিনা? আমাকে একজন বলছে যে কাঁধে ফেরেশতা থাকে। তাই কাঁধে বাচ্চা নেওয়া যাবে না। এই নিয়ে হাদিস বা কোরআনের কোন নির্দেশ আছে কিনা বা বাচ্চাদেরকে কাঁধে নিতে কোন নিষেধ আছে কিনা?