আসসালামুআলাইকুম, শায়েখ এই দুটি হাদিস নিয়ে আমি বিভ্রান্তিতে আছি; হাদিস দুটিই কি সহিহ অথবা নিগূঢ কোন বিষয় থাকলে পরিস্কার করবেন কি? ১. নবী (সঃ) সকালে এসে জিজ্ঞেস করতেন, ঘরে কোন খাবার আছে কি না, যদি না থাকত, তবে তিনি বলতেন, আমি রোজা থাকলাম। ২. যে ব্যক্তি ফজরের পূর্বে রোজার নিয়ত করল না- তার রোজা পালন হবে না। প্রথম হাদিসের ঘটনায় নবী (সঃ) তো সকাল পর্যন্ত নিয়ত করেন নি; তাহলে এটির ব্যাখ্যা কি হবে? আবার, শায়খ আহমাদুল্লাহ এক ভিডিও তে বলেছেন, পাওনা টাকা আদায় করতে পারছি না, আদায় না করতে