আমি ছোট বেলায় নতুন নতুন কান ছিদ্র করায় অতিআগ্রহ বশত আমার খালাতো বোনের এক জোড়া কানের দুল না বলেই নিয়ে নিই ,৭ বছর এটা আমার কাছে আছে, এখন আমি তাকে এটা ফেরতও দিতে পারছি না, আবার সে থাকেও অনেক দূরে, আমার করনীয় কি?
আমি কিছু ব্যক্তির অল্প পরিমাণে হক মেরেছি। এখন যদি তার সমতুল্য পরিমান টাকা তার বিকাশ, রকেট বা অন্য মাধ্যমে গোপনে তার নিকট পাঠিয়ে দিয়। এতে কি আমার গুনাহ মাফ হবে?
আস-সালামু আলাইকুম, আমার বয়স ১৬ বছর। বয়ঃসন্ধিকালের ১ম পর্যায়। এক রকম পৈচাশিক জীবন যাচ্ছে। যৌন উন্মাদনা একটু বেশিই। মোবাইল থেকে নিজেকে দূরে রেখেও নিজেকে সংযত রাখতে পারি না। পড়াশোনাতে মন বসে না কোনোভাবে। আর আমি একজন জেনারেল স্টুডেন্ট। তারুণ্যের উচ্ছলতায় হারাম রিলেশন, মেয়ে ফ্রেন্ড ইত্যাদি গুনাহের কাজের প্রতি উচ্ছলতা তৈরি হয়। নিজেকে বিরত রাখতে চাইলেও পরবর্তীতে আবার গুনাহে জড়িয়ে পরি। একবার আলোর দিশা পেলেও আবার হারিয়ে ফেলেছি। এত গুনাহ হয়ে গেছে যে, মাঝেমধ্যে আখিরাতের আশাও হারিয়ে ফেলি। বলার মতো অনেক কিছু আছে, কিন্তু এতোকিছু বলা সম্ভব নয়। এখন আমার কী করা উচিত তা একটু ইসলামিক ভাবে সমাধান দিলে দুনিয়া ও আখিরাতের জন্য উপকার আসবে। ধন্যবাদ।।
একজন ব্যক্তির রোজা রাখা ফরজ হয়ে গেছে। কিন্তু অতিরিক্ত ক্ষুধার কারণে রোজার মাসে তিনটি রোজা ভেঙে ফেলছেন ।এখন তিনি বিষয়টি নিয়ে অনুতপ্ত। এমতাবস্থায় কি করা উচিত?
আমার যখন দ্বীন সম্পর্কে জ্ঞান ছিলো না ,তখন অনেক খারাপ কাজে লিপ্ত ছিলাম ,তার মধ্যে একটা বিষয় জানার ছিলো সেটা হলো । অনেক সময় অশ্লীল ভিডিও দেখা হতো বিভিন্ন স্যোস্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে এবং সেখানে আমি নিজেও খারাপ ভিডিও শেয়ার করতাম,যখন বুঝতে পারলাম এগুলা দেখা হারাম , তখন এটা থেকে বেরিয়ে আসলাম ( বি: দ্র: এই খারাপ ভিডিওগুলা দেখতাম ফেক আইডি থেকে ) এবং ওই আইডি গুলা ডিএক্টিভেট করে দিলাম এমনভাবে যাতে ঐ আইডিতে আর চাইলেও ঢুকতে না পারি । এখন আমার মনে হচ্ছে ঐ আইডিতে যে খারাপ ভিডিও শেয়ার করা ওইগুলা তো এখনও অনেকেই দেখছে আর এটার জন্য তো আমার আমলনামায় ও গুনাহ যুক্ত হচ্ছে ,কিন্তু আমি তো ঐ ভিডিওগুলা রিমুভও করতে পারছি না যেহেতু আইডিতে আমি আর ঢুকতে পারছি না । এখন আমার প্রশ্ন হচ্ছে কীভাবে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি? আশাকরি আমাকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করবেন। এটার জন্য আমি মানসিকভাবে ভেঙে পড়ছি ও ইবাদতে মন দিতে পারছি না।
আমার এক ঘনিষ্ঠ বান্ধবী বিবাহ পূর্ব শারীরিক সম্পর্কে জড়িয়ে পরে এবং ছেলেটির সাথে বিচ্ছেদ হয়। যতটুকু জানি, এরকম ঘটনাগুলো আল্লাহ তা'য়ালা লুকায়িত রাখতে বলেছেন। এই বিষয়ে না জেনে বান্ধবী আমার সাথে শেয়ার করে এবং সকলের থেকে লুকিয়ে রাখতে হবে এই জন্য হবু স্বামীর থেকেও আপাতত লুকিয়ে রেখেছে কিন্তু এর জন্য মানসিক অশান্তি বোধ করছে। এমতাবস্থায় কি বিয়ের পর স্বামীর সাথে বিষয়টা শেয়ার করা জায়েজ আছে? নাকি স্বামীকে জানালে তাতেও গুনাহ হবে?
আস-সালামু আলাইকুম, আমার প্রশ্নটা হচ্ছে যদি কেও নবি (সাঃ) এর শানে বেয়াদবি করে তাহলে তার শাস্তি মৃত্যুদন্ড, কিন্তু তওবার কি কোনো উপাই নেই? অজ্ঞতাবসত যদি কে দেয়াদবি করে ফেলে?
আমার একটা প্রশ্ন- আমার মায়ের হার্ড ব্লোক। অপারেশন করাতে হবে। এখন অপারেশন করবে পুরুষ ডাক্তার। আর এখানে (ভারত) পর্দা বলতে কিছুই নাই। তাহলে এখন কি করবো। ইসলামিক দৃষ্টি ভঙ্গী কি? যদি শুধু মেডিসিন নেই, তাহলে সঠিক চিকিৎসা পাব না। অপারেশন করা লাগবে
ডেলি এবং মিডর্জানি নামের দুটি ওয়েবসাইট আছে যেগুলোর তে গিয়ে একটা দৃশ্য বা অন্য কিছুর বর্ণনা দিলে বর্ণনা অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা আপনাকে একটি ছবি বানিয়ে দেবে। যেমন একটা বাঘের মতো দেখতে হাতি বা কালো রঙের চাঁদ বা কালো রঙের তাজমহল ইত্যাদি যেকোনো ধরনের বর্ণনা অনুযায়ী আপনাকে কৃত্রিম বুদ্ধিমত্ত একটা ছবি বানিয়ে দেবে এখন আমার প্রশ্নগুলো যে এর মাধ্যমে কোনো প্রানির ছবি আঁকানো জায়েজ হবে কিনা?
আস-সালমু আলাইকুম, আমি বিশ্ববিদ্যালয় এর একজন ছাত্র, আমার এক বন্ধু ৩ বছর আগে একটি কঠিন রোগে আক্রান্ত হয় বলে আমরা জানতে পারি। তার পারিবারিক অবস্থা খারাপ হওয়ার কারনে তার পরিবার এর পক্ষ থেকে চিকিৎসার ব্যায়ভার বহন করা সম্ভব হয়নি। যার কারনে আমরা ডিপার্টমেন্ট এর বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র এবং শিক্ষকরা মিলে মোটা অংকের টাকা সাহায্য তুলে তার হাতে দেই। সে চিকিৎসার জন্য দেশের বাইরে যায় এবং এক মাস পর দেশে ফেরত আসে, ফেরত আসার পর তার কাছে টাকার হিসাব চাওয়া হলে সে ঠিকমতো টাকার হিসাব দিতে পারে নি, এবং সে বলে যে তাকে আবার কিছু দিন পরেই দেশ এর বাহিরে যেতে হবে তাই সে বাকি টাকা ফেরত দিবে না। পরবর্তীতে সে ফিরে এসে বলে তার সব টাকা খরচ হয়ে গেছে।আমরা সাম্প্রতিক সময় জানতে পারলাম তার যে কঠিন রোগ হয়েছে বলে আমরা জানতাম, সেটি আসলে তার হয়নি।এখন যে আমরা তাকে বিশ্বাস করে এত গুলো টাকা তুলে দিলাম, সে তা অন্য খাতে ব্যয় করেছে তাতে কি আমাদের সকল এর গুনাহ্ হবে? অথবা আমরা টাকা তোলার জন্য কি সোয়াব পাব?
আমি কুয়েটে পড়তাম। যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমি সম্ভবত দুইবার নিজের হলে না খেয়ে অন্য হলে খেয়েছিলাম। অন্য হলে খেলে ঐ সময়ে ২০ টাকা দিয়ে দিতে হত। কিন্তু আমি টাকা দেই নাই। মূলত এই ডাইনিং এর খাবার, হলে থাকা ছাত্রদের টাকায় ব্যবস্থা করা হয়। মাঝে মাঝে আমার মনে বিষয়টা বিধে। সম্ভবত ২০১৬ সালে এমনটা করেছিলাম। এখন আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি। পথটা দেখিয়ে দিলে উপকৃত হতাম।
আসসালামুয়ালাইকুম। আমি কবুতর লালন পালন করি। তো আজকে আমার বোন দেখছে যে একটা বিড়াল একটা কবুতরকে কামড়িয়ে মেরে ফেলে দিয়েছে গলায়। তার কিছুক্ষণ পর আমার মা দেখছে যে কবুতরের ঘরের ভিতরে একটা বিড়াল বসে আছে। তারপর আমি আর আমার মা মিলে বিলাইটা কে মেরে ফেলে। এখন কি করা যেতে পারে, এটা থেকে গুনা হলো। আর গুনা হলেই বা কি করা যেতে পারে।
আমি টিউশনির কারণে, মাঝে মাঝে (সপ্তাহে আনুমানিক ২-৩) দিন আসরের সলাতের জামাতে উপস্থিত হতে পারি না। যদিও ৫ ওয়াক্ত সলাত জামাতের সাথে পড়ার নিয়ত থাকে। কিন্তু টিউশন শেষ করে পরবর্তীতে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগেই মসজিদে গিয়ে সম্ভব হলে ২ জন নিয়ে জামাত করে নতুবা একাকী সলাত আদায় করি। এক্ষেত্রে কি আমার গোহান হবে?
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন যুবক বলছি! আমার কন্ঠস্বর মেয়েদের মতো (জন্ম থেকেই) এমতাবস্থায় আমি যদি বিভিন্ন ভয়েস থেরাপি দেওয়ার মাধ্যমে কন্ঠস্বর পরিবর্তন করে পুরুষ কন্ঠে নিয়ে আসি তাহলে গুনাহ হবে কি না? যদিও আল্লাহর সৃষ্টিতে হালকা পরিবর্তন।
আস-সালামু আলাইকুম হুজুর আমার সাহায্য প্রয়োজন, গতকাল আমার স্ত্রীর সাথে অনেক ঝগড়া, হয় ঝগড়ার একপর্যায়ে সে আমার থেকে তালাক চায়, আর আমিও বলে দিলাম - আমি তোমাকে তালাক দিলাম এই বলে তালাক, তালাক, তালাক বলে ফেলি। এখন আমরা আমাদের ভুল বুঝতে পারি। এবং একে অপরকে ফিরে পেতে চাই এখন আমাদের করনীয় কী?
আস-সালামু আলাইকুম, হুজুর যদি আমি প্রতিজ্ঞা করি আমি এই গুনাহের কাজ আর করবো না, আল্লাহ এই কাজটি আর করবো না। এবং আমি যদি ঐ গুনাহের কাজটি আবার করে ফেলি অর্থাৎ প্রতিজ্ঞা ভঙ্গ করে ফেলি তাহলে কি আমি বড় ধরনের মুনাফিক হয়ে যাবো।
আসসালামু আ'লায়কুম,শাইখ: যদি আমি ভুল করে কারও হক নষ্ট করে ফেলি তবে আমার করণীয় কী? আর পরিক্ষায় যেসব প্রশ্নের উত্তর আমার জানা থাকে না সেগুলোর উত্তর আন্দাজে দেওয়া যাবে কি?
আসসালামু আলাইকুম, আমি ও আমার দুই বোন। দুই বোন বিবাহীত, আমি ও আমার পিতা উভয় ইনকাম করি, আমার বোনেরা ও আমার পিতাকে মাঝে মাঝে টাকা দিয়ে সহযোগীতা করে, এখন আমার পিতা কোন সম্পদ ক্রয় করলে সে সম্পদ শুধু আমার নামে লিখে দিলে আমার পিতা গোনাগার হবে কিনা?
আসসালামু 'আলাইকুম । বড় বোনের বাচ্চাদের লালন- পালনে সাহায্য করতে গিয়ে বা সাহায্য করাটা অনেক প্রয়োজন হলে, বোনের স্বামীর হাতে বা গায়ে অনিচ্ছায় হাত লাগলে কি গুনাহ হয়ে যাবে?
আমরা জানি লাইলাতুলকদরের এক রাত এক হাজার মাস ইবাদত করার সমান। অর্থাৎ আমরা যদি কদরের রাতে একবার "সুবহানাল্লাহ" বলি তাহলে এক হাজার মাস এইভাবে "সুবহানাল্লাহ" বলার সওয়াব পাবো। এইখানে আমার প্রশ্ন হলো হুজুর আমরা যদি এই কদরের রাতে কোনো পাপ করি তাহলে কি আমরা এক হাজার মাস করার এই পাপ করার গুনাহ পাবো? আল্লাহ কি আমাদের আমলনামায় একদিনের গুনাহ লেখবেন নাকি এক হাজার মাস গুনাহ করার গুনাহ লেখবেন?
শায়েখ, আমি ২-৩ বছর আগে চরম নাস্তিক ছিলাম। ইসলামকে আমার কাছে কেবল ভাওতাবাজি মনে হত। প্রায়শই আল্লাহ ও তার রাসূল (সা) কে নিয়ে গালিগালাজ করতাম। বিষয়টি মুখে আনতে খারাপ লাগছে যে, একসময় কোরআন মাজিদকে লাথি মেরেছি; অহংকারে তার উপর দাড়িয়েছি। পরবর্তীতে ইসলাম নিয়ে গবেষণা করে আমি নিজেকে চরম অন্ধকারে পেয়েছি। আমার পূর্বের ধারণাগুলি ভূল ছিল। আমি ইসলাম গ্রহণ করেছি। কিন্তু আমার পূর্বের কৃতকর্মের কথা ভেবে কোনোভাবেই স্বস্তি পাচ্ছি না। আমার পূর্বের কৃত অপরাধসমূহ কি ক্ষমা হবে? আল্লাহ তা'য়ালা নাকি এজাতীয় অপরাধ ক্ষমা করেন না?