আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার পিতা মারা গেছেন অনেক বছর আগে, মা বর্তমানে জীবিত আছেন, আমরা সাত ভাই-বোন, ৩ভাই ৪বোন, আমি সবার ছোট। আমরা যৌথ পরিবার, সব বোনদের বিয়ে হয়ে গেছে, মেজ ভাই যেখানে চাকরী করে সেখানেই স্ত্রী-পুত্র-কন্যা নিয়ে থাকে। বড় ভাই, আমি, মাসহ বাকিরা বাড়িতে থাকি। বড় ভাই রিটায়ার্ড পারসন, বর্তমানে ব্যবসা ও ঘের (জলকর) থেকে উপার্জন করে। আমি এখন পর্যন্ত বেকার, একটা কলেজে প্রভাষক হিসেবে অন্তর্ভুক্ত আছি তবে বেতন নেই। আমার স্ত্রী ও একটি ছেলে আছে। আমার মা একদিন আমার বড় বোনকে বলেছে যে আমাকে তার