আস-সালামু আলাইকুম। শ্বশুরবাড়ির পরিবেশ যদি এমন হয় যে সারাক্ষন আপনাকে তটস্থ থাকতে হয় এই ভেবে যে, এখন আবার কোন ইস্যু নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, আর উনাদের যেকোনো বিষয়েই ছেলের বউকে টেনে এনে গালাগালি করা হয়, যেমন নতুন ঘর বাঁধা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করতে করতে ছেলের বউ এর প্রসংগ এনে তার বাবার বাড়ীকে নিয়ে কটুকথা শোনানো শুরু হয়ে গেলো। এভাবে প্রতিদিন ই কোনোনা কোনভাবে এসব চলতে থাকলে তাদের সাথে কিভাবে থাকা যাবে? উল্লেখ্য বিয়ের ৩ বছর পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তাদের মতে বউদের শ্বশুর বাড়িতে কোনো অধিকার