আসসালামু আলাইকুম। আমার চেয়ে বয়সে ছোট খালাতো বোনের সাথে আমার আচরণ ইসলামী দৃষ্টিতে কেমন হবে? যেমন তার সাথে কথাবার্তা বলা কিংবা মেলামেশা করা ইত্যাদি। উল্লেখ যে আমাদের উভয়ের বয়স আঠারো বছরের উপরে।
আস-সালামুয়ালাইকুম শায়েখ। আমি একজন কলেজ শিক্ষার্থী। আমি কমার্স নিয়ে পড়াশুনা করছি। সম্প্রতি ইসলামিক লেকচার শুনে ও কিছু বই পড়ে আমি ইসলাম প্রেকটিস করার চেষ্টা করছি। শায়েখ আপনার কাছে আমার প্রশ্ন হলো আমি কিভাবে দ্বীনের খেদমত করতে পারি। আমার কি জেনারেল পড়াশুনা ছেড়ে দেয়া উচিৎ। কারণ আমি যেই বিষয় নিয়ে পড়ছি এর পুরটাই সুদভিত্তিক পড়াশুনা। শায়েখ জানলে খুবি উপকৃত হতাম
আস-সালামু আলাইকুম। আমি একটি কোম্পানিতে চাকরি করি। এখানে একটি মসজিদ আছে এবং এই মসজিদে একটি মাসিক আমল হয় আর সেটা হলো যে প্রতি মাসে সোমবার আসরের নামাযের পর থেকে মাগরিব পর্যন্ত একসাথে অনেকজন মিলে কুরআন খতম করে এবং ইয়া সামিয়ু আল্লাহর এই নামটি এক লাখ পঁচিশ হাজার বার পড়ে। আর মাগরিবের পর কিছু সময় দীনী আলোচনা হয়। এবং ইমাম সাহেব এই আমলে থাকার জন্য অনুরোধ করেন আর বলেন যদি কারো ব্যস্ততা না থাকে তাহলে সে যেন এই আমলে শরিক হয় এমনকি তিনি নিজেও এই আমলে থাকেন। এ বিষয়ে আমি জানার জন্য ইমাম সাহেবের সাথে আলোচনা করলে তিনি বলেন যে এটা করা হয় বরকতের জন্য অর্থাৎ কোম্পানির সকলের বরকতের জন্য। এই আমল করা কি ঠিক হবে। কুরআন ও হাদীসে কি এরকম কিছু করার কথা বলা আছে।
আমরা জানি ও বিশ্বাস করি, সব অসুখ থেকে মহান আল্লাহ তায়ালা-ই আমাদের সুস্থ করেন, আল্লাহর দয়া ছাড়া আরোগ্য সম্ভব নয়। এক্ষেত্রে, আমরা সাধারণ ভাবে বলে থাকি, "প্যারাসিটামল খেয়ে ভালো হয় নি, পরে এন্টিবায়োটিক খেয়ে ভালো হয়েছে", এরকম কথা প্রতিনিয়তই বলে থাকি, যদিও মনে বিশ্বাস ঠিকই থাকে যে আল্লাহর ইচ্ছাতেই আরোগ্য লাভ হয়েছে, ডাক্তার-ওষুধ দুনিয়াবী অসীলার বিষয় মাত্র। প্রশ্ন: অনেকেই বলছে ওরকম বলা সম্পূর্ণ ভুল আর গুনাহ এর কাজ, এটি কতটা সঠিক?
আস-সালামু ওয়ালাইকুম, আমার এক ইহুদি বন্ধু আছে। সে দাবী করে মুসা (আ:)-ই শ্রেষ্ঠ কারণ তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আর সকল নবীর সাথে আল্লাহ আমার বন্ধুর ভাষায় গ্যাব্রিয়েল (জিবরাঈল আ:) এর মাধ্যমে যোগাযোগ করতেন। এক্ষেত্রে আমার তার প্রতি উত্তর কী হতে পারে?
আস-সালামু আলাইকুম, কিছু দিন আগে একটা দোকানে দেখলাম যে এক মুসলিম দোকানের সামনে লিখে রেখেছেন বেপর্দা মহিলার প্রবেশ নিষেধ। যেহেতু উনি পাবলিক প্লেইসে দোকান দিছেন রাষ্ট্রীয়ভাবে কোন আদেশ নেই, আমার প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের দেশে ইসলামি আইন পুরোপুরি নেই তাহলে কি দোকানে এইভাবে লেখা যাবে? কারণ, আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে এটা একটা ভিন্ন পরিস্থিতি তৈরী করবে না? আবার যদি আলাদা আলাদা বিভাগ থাকে যে এই দিকে বিধর্মীরা ইত্যাদি তাহলে আসলে সমাধানটা কি হবে? কোনটি আসলে সঠিক কাজ হবে?
আস-সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দুই বছরেরও বেশী হবে আমি দীনের পথে চলার চেষ্টা করছি এবং এখনো এর উপরেই আছি। কিন্তু আমার এই হঠাৎ পরিবর্তনের জন্য এই দুই বছরে আমি অনেকের কাছেই অনেক কথা শুনেছি এমনকি নিজের পরিবারের কাছেও অনেক কিছুই শুনতে হয়েছে। এবং এভাবে দীনের পথে চলতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার স্বীকার হতে হয়েছে এবং এখনো হচ্ছি। আমি একটা বিষয় উপলব্ধি করতে পারছি যে এভাবে এত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে চলতে থাকলে হয়তো আমার কোনো না কোনো সময় দীনের পথ থেকে বিচ্যুত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি আল্লাহর প্রতি আমার এই আনুগত্য থেকে কখনোই বিচ্যুত হতে চাই না যতই প্রতিবন্ধকতা আসুক না কেন। এবং আমি আরো একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করতে পারছি যে এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত রাখতে হলে আমাকে অবশ্যই দীনের জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আমার দীনের জ্ঞান অর্জন করার প্রবল আগ্রহ আছে। কিন্তু দীনের জ্ঞান অর্জনের জন্য আরবি ভাষা জানা খুবই প্রয়োজন। আর যেহেতু আমি একজন জেনারেল শিক্ষিত এবং একই সাথে একজন চাকুরীজীবি। তাই আমার পক্ষে আরবি ভাষা শিখে জ্ঞান অর্জন করাটা খুবই কষ্টকর। কারন এর জন্য যথেষ্ট সময় ও শ্রম দেওয়া সবসময় আমার পক্ষে সম্ভব হবে না। আর এজন্য আমি চাই আমার অবসর সময়ে আরবি ভাষার পরিবর্তে নিজের ভাষায় জ্ঞান অর্জন করতে। সুতরাং আমি যদি সঠিক বিষয় উপলব্ধি করতে পারি তাহলে আপনারা আমাকে জ্ঞান অর্জন করার জন্য পরামর্শ প্রদান করবেন। কীভাবে আমি আমার অবসর সময়ে নিজের ভাষায় জ্ঞান অর্জন করতে পারব সে বিষয়ে। আর যদি এর চেয়েও উত্তম কিছু থাকে তাহলে সেটিও আমাকে জানাবেন। যাতে করে আমি আল্লাহর আনুগত্যে নিজেকে বিচ্যুত হওয়া রক্ষা করতে পারি।
আস-সালামু আলায়কুম, আমার পিতা ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়ে ব্যবসা করতে চায় আমি নিষেধ করলে শোনে নি। তিনি এমনিতেই অনেক টাকা লোন নিয়ে বিভিন্ন কাজ কর্ম করে। আমি নিজে এই টাকায় কেনা খাবার গ্রহন করত্র চাই না, আমি নিরুপাই হয়ে খাই, তবে এখন আবার অনেক টাকার লোন নিচ্ছে আমি কিভাবে নিজেকে ঈমানের উপর রাখব। আমি নিজে একটা প্রাইভেট পড়া,ই আমি যদি সেখান থেকে নিজের জন্য কিছু খাবার কিনে খাই তাহলে কি এটা বাড়াবাড়ি হবে? আমাকে একটু নসিহ করুন। আমি আমার নিজের টাকায় সাদা ভাত খেতে রাজি আছি। ভুল হলে ধরিয়ে দিন।
আস-সালামু আলাইকুম। আমি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে মোবাইলে পড়ার জন্য মূল বইয়ের পরিবর্তে PDF বই ডাউনলোড করে পড়ি। কারন বাজার থেকে মূল বই কেনার পরিবর্তে PDF বই ডাউনলোড করে পড়া অনেকটাই সহজলভ্য। তাই এভাবে মূল বইয়ের পরিবর্তে PDF বই ডাউনলোড করে পড়া কী বৈধ হবে।
আস-সালামু আলাইকুম, আমার এক ভাই আছে উনি সালাত আদায় করে না মানে শুক্রবার যায় খালি তো আমি উনাকে প্রায়ই বলি সালাতে আসার জন্য। তো একদিন বললাম যে ভাই আর যাই হউক কাফের হয়ে মৃত্যুবরণ কইরেন না, এটা অনুরোধ করছি। এখন আমি কি তাকে কাফের বলে ফেলেছি। যদি এই বলার কারণে যদি কাফের বলা হয়ে থাকে তাহলে কি আমি তার কাছে ক্ষমা চাইব?
আস-সালামু আলায়কুম, আমার চাকরি রাতে করতে হয়, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, ফজরের সালাত আদায়ের পর পরই ঘুমানো রসূল নিষেধ করেছেন কিন্তু আমি ফজরের সালাত এর পরেই ঘুমিয়ে পরি। এ ক্ষেত্রে কি আমাকে কোন পরামর্শ দিতে পারেন?
আসসালামু আলায়কুম, আমার স্ত্রীকে দ্বীন সম্পর্কে পড়াশোনা করতে বলি, আল্লাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে পড়াশোনা করতে বলি, লেকচার শুনতে বলি কথা শুনে না, এ ক্ষেত্রে আমার করনীয় কী? কিভাবে বোঝাতে হবে তাকে? উত্তম পন্থা কি হতে পারে? কোরআন ও সহী হাদিস এর আলোকে জানতে চাই। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু, হুজুর আমার একটি প্রশ্ন আমার বুকের উপর একটা টিউমার মতো একটা ব্যাধি আছে অনেক হোমেও প্যাথিক ঔষুধ খেয়েছি কোন কাজ হয়নি, আবার এ্যালোপ্যাথিক ডাঃ অপারেশন করতে নিষেধ করেছে, এখন খুব চুলকায় এ্যালার্জির কারনে, খুব টেনশনে আছি। আমি এখন আল্লাহর উপর ভরসা করে সুরা ফাতিহা পড়ে ফুঁক দিই নিজে। আমি কীভাবে ঝাড়ফুঁক করতে পারি।
আসসালামু আ'লায়কুম, শাইখ। আমার দুটি প্রশ্ন - ১। যেসব ফরয সালাতে জোরে কিরাত পড়া আবশ্যক সেসব ফরয সালাত যদি আমি একা আদায় করি তাহলেও কি কিরাত জোরে পড়বো? ২। একজন ইসলামে ব্যবসার নিয়মকানুন সংক্রান্ত বই খুঁজছেন। এরকম কোনো বই আছে কী?
আসসালামু আ'লায়কুম, শাইখ। আমার প্রশ্ন- ১। নামাজে কোনো শব্দ করলেই কি নামায ভেঙে যাবে,নাকি এখানে ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত বিবেচিত হবে? ২।যদি আমার মা কোনো কারণে আমার উপর রেগে যায় এবং কোনো কৈফিয়ত চাইতে থাকে আর তখন আমি যদি চুপ করে থাকি,কোনো জবাব না দিই,তবে কী বেআদবি হবে?
আসসালামু আ'লায়কুম, শাইখ। আমার প্রশ্ন - ১। যদি আমি বিতরের সালাত শেষ রাতের জন্য রেখে দিই আর যদি তা সঠিক সময়ে আদায় করতে না পারি তবে কি তা ফজরের সময় কাযা করা যাবে? ২। আমি যেই মসজিদে সালাত আদায় করি সেখানের ইমাম সাহেব সুরা ফাতিহার 'ইয়্যাকা না'বুদু' তিলাওয়াত করার সময় আইনে সাকিনের উচ্চারণ হামজার মত হচ্ছে বলে মনে হয়।এই তিলাওয়াত কি শুদ্ধ?
আসসালামু আলাইকুম। ঘর বন্ধ করা কি জায়েজ? বন্ধ বলতে আমি দেখেছি অনেক মানুষ কে হুজুর ডেকে নিয়ে এসে ঘর বন্ধ করাই যাতে করে খারাপ জিন এর অস্তিত্ব থাকলে তা যাতে চলে যায়, অথবা যাতে কোন খারাপ জিন ঘরে প্রবেশ করতে না পারে।
আসসালামু আ'লায়কুম, শাইখ, আমি রুকু বা সিজদা থেকে উঠে দাঁড়ানোর বা বসার আগেই ইমাম সাহেব সিজদায় চলে যান বা সেদিকে যেতে আরম্ভ করেন তবে আমার সালাত কী হবে?
আসসালামু আ'লায়কুম, শাইখ। ১। মনে করুন, কোনো শিরকি বা বিদআতি বা কুফরি উৎসব এর আগমনের কারণে কিছু জিনিস বিক্রি করা হচ্ছে। এখন, ঐ জিনিসটি যদি মূলত হালাল হয় তবে কী ঐ স্থান থেকে ঐ জিনিস কেনা যাবে? আমার বাসায় একটা মোমবাতি আনা হয়েছে,যা পূজা উপলক্ষে বিক্রি করা হচ্ছিল। এখন, ঐ মোমবাতি যদি আমি না জালিয়ে অন্য কেউ জালায় তবে আমি কী ঐ মোমবাতির আলো দিয়ে দেখতে পারবো? ২।যদি জামাতে সালাত আদায়কালীন মুক্তাদি ইচ্ছা করে কোনো ওয়াজিব বাদ দেয় তবে তা করণীয় কী?আর রুকু ও সিজদা থেকে ওঠার পর দাঁড়ানো বা বসা যদি ইমামের সাথে না হয়,অর্থাৎ আমি ওঠার আগে ইমাম সিজদায় চলে যান তবে আমার সালাত কী হবে?
আসসালামু আ'লায়কুম, শাইখ। আমার প্রশ্ন - ১। যদি কোনোস্থানে নাপাকি আছে বলে প্রবল সন্দেহ থাকে এবং সেখানে আমার কাপড় লেগে যায় তবে কি করণীয়? ২। বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে কি শব্দ শোনা বা গন্ধ পাওয়া গেলে অযু ভংগ হয়েছে বলে ধরা হবে? ৩।আসলে শাইখ আমার এখনও অনেক প্রশ্ন বাকি। কিন্তু সবগুলোপ্রশ্ন একসাথে করে আপনাদের বিরক্ত করতে চাই না।আমি কিভাবে দ্রুত আমার প্রশ্নের উত্তর পেতে পারি? এ বিষয়ে কোনো বই আছে কি? আর আমার মনে খুব বেশি প্রশ্ন ও সন্দেহ আসে। আমি কি করে এটা থেকে মুক্তি পেতে পারি?
আসসালামু আ'লায়কুম, শাইখ। ১) বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী স্কুল ছুটি হয় মাগরিবের একদম কাছাকাছি সময়ে। এই অবস্থায় আসরের সালাতের ক্ষেত্রে কী করবো? আসরের সালাত কি ক্লাসে বসে আদায় করা যাবে? ২ ) শাইখ, আমাদের দেশে গণিত অলিম্পিয়াড আয়োজন করে ডাচ-বাংলা ব্যাংক। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা কি জায়েজ? যদি কেউ ইতোমধ্যে এই প্রতিযোগিতা থেকে পুরস্কার পায় তবে সে কি করবে? এই বিষয়গুলোজানালে খুব উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরা।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে উপকৃত হচ্ছি। এখন আমি কি আমার পরিচিত কাউকে আপনাদের এই ওয়েবসাইট সম্পর্কে জানাতে পারি যে কিনা এটা সম্পর্কে জানে না। যাতে করে তারাও আমার মতো উপকৃত হতে পারে।
আসসালামু আ'লায়কুম, শাইখ। আমার কয়েকটি প্রশ্ন আছে- ১। জামাতে সালাত আদায়ের সময় কোনো ওয়াজিব বাদ গেলে কি করতে হবে? ২। নাপাক কাপড় ধোয়ার সময় যে পানির ছিটালাগে তা কি নাপাক? ৩। আমি মসজিদে ওজু করার সময় পাশের জনের গায়ে পানি লাগলে কি তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে? ৪। এই বিষয়ে আমি বিভ্রান্তিতে আছি। বয়স্কা মহিলাদের দিকে তাকানো কি জায়েজ? অনুগ্রহ করে সবগুলো প্রশ্নের উত্তর দিবেন