আস-সালামু আলাইকুম, আপনার নিকটা একটা প্রশ্ন ছিলো, যেই প্রশ্ন টা কাউকেই করা হয় নি, আশা করি আমার প্রশ্নের উত্তর দিবেন, আমি শুনেছি আমাদের নবী (সা:) বলেছেন, যে মেয়ে মা বাবার বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করবেন সেই বিয়ে নাকি নবী (সা:) ৩ বার বলেছেন সেই বিয়ে বাতিল। আমি পালিয়ে বিয়ে করেছি আজকে প্রায় ৬ বছর যাবত, আমার একটি ছেলে আছে, আমার শ্বশুর বাড়ির সবাই বিয়ের ২ বছর পর আমাদের মেনে নেয়, এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর সর্ম্পক কি হারাম নাকি হালাল? যেহেতু নবী (সা:) বলেছেন পালিয়ে বিয়ে করলে