আস-সালামু আলাইকুম, মুহতারাম, আমার একটা জিজ্ঞাসা আছে। আমার স্ত্রী দ্বিন মেনে জীবনযাপন করে। ঘরে এবং বাইরে কঠোর পর্দা করে। এখন, আমার গ্রাম থেকে অনেক বন্ধু আসে শহরে, তারা আমার বাসায় যেতে চাই, মাঝে মাঝে রাত থেকে সকালে চলে যেতে চায়। কিন্তু আমার স্ত্রীর পর্দা মানতে অসুবিধা হবে ভেবে সে আমার ঐসব বন্ধুদের বাসায় আনতে কঠোরভাবে নিষেধ করে। এমন পরিস্থিতে আমার করনীয় কি? বন্ধুদেরকে আমি কি বলে বুঝাতে পারি? সুন্দর উত্তর আশা করছি। ধন্যবাদ