As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6982

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 Jun 2024

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমাদেরকে মুরুব্বীরা নির্দেশ দিয়েছেন যে, মসজিদে প্রবেশের সময় “আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, বিসমিল্লাহে দাখিলতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইহতেকাফ” এই দোয়া পড়ে ইহতেকাফের নিয়ত করতে হবে। এমনকি যদি আসরের নামাজ পড়ার সময়টুকুর জন্য প্রবেশ করি তবুও।  এটা কি সঠিক?

 

উত্তর

না, এটা সঠিক না। মসজিদে প্রবেশ করার জন্য ইতিকাফের নিয়ত করতে হবে না। শুধু মসজিদে প্রবেশের দুআ পড়বেন।