As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6245

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 Mar 2023

প্রশ্ন

ইসলামী ব্যাংকে আামার কিছু টাকা ফিক্সড আছে। প্রতিবছর রমজান মাসে ও ঈদুল আজহায় আমি এই টাকার উপর ভাগ করে জাকাত দেই। কিন্তু এক মাস আগে আমি কিছু টাকা তুলেছি। প্রশ্ন হচ্ছে আমাকে কি এখন আগের টাকাসহ সব টাকার উপর জকাত দিতে হবে?

উত্তর

বর্তমানে যে টাকা আছে শুধু সেই টাকার যাকাত দিতে হবে। যে টাকা এক মাস আগে তুলেছেন সে টাকার যাকাত দিতে হবে না।