As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4913

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Jul 2019

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আশা করছি খুব দ্রুতই আমার উত্তর পাব। প্রশ্নঃ আমি ইসলামি ব্যাংক এবং আল-আরাফা ইসলামি ব্যাংকে কিছু টাকা ফিক্সড করা আছে এবং কয়েকটা ডিপিএস করা আছে। সবগুলোই বাড়ি করার জন্য টাকা জমানোর উদ্দেশ্যে করেছিলাম। আলহামদুলিল্লাহ, বাড়ির কাজ করার মত টাকা প্রায় হয়ে গিয়েছে। এখন এই টাকা উঠাতে গেলে এর সাথে আমাকে কিছু লভ্যাংশ দেবে। ব্যাংক দুইটি এটাকে লভ্যাংশ বলে থাকে। এমনকি আমাদের দেশের একজন জনপ্রিয় আলেম (বিতর্ক এড়াতে নাম উল্লেখ করা থেকে বিরত থাকছি। তার কথাবার্তায় আমার মনে হয়েছে তিনিও আপনাদের মতই হকের পক্ষে। ) এই দুই ব্যাংকের নাম স্পষ্ট করে বলেছেন যে এরা শরিয়াহ মোতাবেক কাজ করে। আমি জানতে চাইছি এই লভ্যাংশ নেয়া কি আমার জন্য হালাল/জায়েজ হবে? নাকি এটাও সুদ হবে?
যদি আমার জন্য হালাল/জায়েজ না হয় তাহলে সওয়াবের আশা না করে যদি দান করে দেই তাহলে কি আমি সুদখোরের গোনাহ এবং শাস্তি থেকে বাচতে পারব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, এই ব্যাংক দুুটি ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত হওয়ার দাবি করে থাকে। ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংকের লভ্যাংশ নেওয়া জায়েজ। তবে এই সব ব্যাংক যথাযথ শরীয়াহ মোতাবেক পরিচালিত হচ্ছে কিনা তা নিয়ে বিভিন্ন কারণে অনেকে সন্দিহান থাকে। সুতরাং আপনি চাইলে অধিক সাবধনতা হিসেবে অতিরিক্ত টাকাগুলো গরীবদেরকে দিয়ে দিতে পারেন।