As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4002

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 Jan 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি আগে একবার আপনাদের সাইটে প্রশ্ন করেছিলাম। এত তাড়াতাড়ি উত্তর পেয়েছিলাম যা আমি আশা-ই করিনি। আপনাদের কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি মহান আল্লাহ্ তাআলা আপনাদের এ দ্বীনের খেদমতের উত্তম পুরষ্কার দিবেন। ১.নামাজের সিজদায় কি বাংলায় দোয়া করা যায়?
২. রব্বানা আতিনা ফিদ্দুনিয়া এই দোয়া কি সিজদায় করা যায়?
৩.সিজদার দোয়া গুলো কি দয়া করে জানাবেন কি? জাঝাকাল্লাহ খাইর

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আরবীর বাইরে অন্য কোন ভাষায় সালাতের ভিতরে দুআ করা যাবে কি না তা নিয়ে বিতর্ক আছে। সুতরাং সাবধাণতা হলো শুধুমাত্র আরবীতে করা। ২-৩। কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ সিজদায় করা যাবে।