As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3851

সালাত

প্রকাশকাল: 15 Aug 2016

প্রশ্ন

আমি একজন প্রবাসী যখন আমাকে একা একা নামাজ পড়তে হয় তখন কি আজান একামত দিয়ে সালাত আদায় করা বাধ্যতামূলক আর জেহেরি সালাতের সময় কেরাত কি জোরে জোরে পড়তে হবে যখন আমি একা নামাজ পড়বো জানালে অনেক উপকৃত হবে (জাজাকল্লাহ)

উত্তর

না, আজান একামত বাধ্যতামূলক না। তবে একমত দিয়ে নামায শুরু করবেন। একাকী নামাযরত অবস্থায় জোরে কেরাতের জায়াগায় আস্তেও পড়তে পারেন, জোরেও পড়তে পারেন।