হজ্জ বা উমরাহের ক্ষেত্রে কোন নারী তার হাজব্যান্ডের উপস্থিতিতে তার (উক্ত নারীর) শ্বশুরের সাথে একই রুমে অবস্থান এবং রাত্রিযাপন করতে পারবে কিনা? শরীয়াহ অনুমতি দেয় কিনা?
কোন ছেলের জন্য তার পিতামাতার মধ্যে কার দোয়া বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহ কার দোয়াকে বেশি প্রাধান্য দেন?