আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 7033

হালাল হারাম

প্রকাশকাল: 15 আগস্ট 2024

প্রশ্ন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে  কিছু প্রজেক্ট এ ক্ষুদ্রঋণ দেয় কিছু সুদ বীহিন আবার কিছু সুদে। আবার নিতে হবে কিভাবে পরামর্শ দেয়। তাছাড়া ৯০ পারসেন্ট কাজ ভালো। যেমন সরকারি সকল সহায়তা বিষয়ক কাজ। তাদের সম্পর্কে আরো জানার জন্য ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে। সেখানে চাকরি করা কি জায়েজ হবে।

উত্তর

না, কোন ধরণের সুদের কাজে জড়িত হতে হয়, এমন চাকুরী জায়েজ হবে না। যদি আপনার কাজে সুদে জড়িত হওয়ার কোন বিষয় না থাকে তাহলে চাকুরী করা যেতে পারে।