আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5023

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 31 অক্টো. 2019

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, প্রস্রাব করার পর যথাসাধ্য পবিত্র হওয়ার পরও কিছু ছিটাফোটা যদি শরীরে লাগে, যা খালি চোখে দেখা যায় না, এমন অবস্থায় কি পূর্ণ গোসল করতে হবে নাকি শুধু কোমড় পর্যন্ত ধুয়ে নিলে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পেশাবা বা অন্য কোন নাপাকী শরীরে লাগলে গোসল করার কোন প্রয়োজন নেই। নাপাকী যে স্থানে লেগেছে সে স্থানটুকু ভালো করে ধৌত করতে হবে। যে জায়গায় নাপাকীর লেগেছে বলে মনে হয় শুধু সে স্থান ধুয়ে নিবেন, কোমর পর্যন্ত ধোয়ার দরকার নেই।