উপরে উল্লিখিত আয়াতে আল্লাহ মুমিন নারীদেরকে ‘আপন নারীগণের’ সামনে সৌন্দর্য বা অলঙ্কার প্রদর্শনের অনুমতি দিয়েছেন। এ আয়াতের আলোকে ফকীহগণ উল্লেখ করেছেন যে, নারীর সামনে নারীর সতর পুরুষের সামনে পুরুষের সতরের মতই। অন্যান্য নারীদের দৃষ্টি থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত আবৃত রাখা মুসলিম নারীর জন্য ফরয। দেহের অবশিষ্ট অংশ আবৃত করা উচিত, তবে প্রয়োজনে একজন মহিলা অন্য মহিলার সামনে তা অনাবৃত করতে পারেন।

তবে এখানে লক্ষণীয় যে,

মহান আল্লাহ ‘নারীগণ’ না বলে ‘আপন নারীগণ’ বা ‘তাদের নারীগণ’ বলেছেন। এ নির্দেশনার আলোকে ফকীহগণ উল্লেখ করেছেন যে, সৌন্দর্য বা অলঙ্কার প্রকাশের এ অনুমতি শুধু মুসলিম নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। একজন মুসলিম নারী অন্য মুসলিম নারীর সামনে নিজের মাথা, ঘাড় ইত্যাদি অনাবৃত করতে পারেন। তবে অমুসলিম নারীর সামনে মুসলিম নারীগণ পুরুষের মতই পর্দা করবেন। তাঁরা অমুসলিম নারীদের সামনে মাথার কাপড় সরাবেন না। এমনকি তাঁরা অমুসলিম নারীদেরকে মুসলিম মহিলাদের জন্য ধাত্রী নিয়োগ করতে আপত্তি করেছেন।1তাবারী, জামিউল বাইয়ান ১৮/১২১; বাইহাকী, আস-সুনানুল কুবরা ৭/৯৫; কুরতুবী, আল-জামি‘ লি আহকামিল কুরআন ১২/২৩৩; ইবনু কাসীর, তাফসীর ৩/২৮৫।

উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
…فَلَا يَحِـلُّ لِإِمْـرَأَةٍ تُـؤْمِـنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ يَّـنْـظُـرَ إِلٰى عَـوْرَتِـهَا إِلَّا أَهْـلُ مِـلَّـتِـهَا
“আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান স্থাপন করেছে এমন কোনো নারীর জন্য বৈধ নয় যে, তার নিজের ধর্মের মহিলা ছাড়া অন্য কোনো মহিলা তার আবৃতব্য গুপ্তাঙ্গ দর্শন করবে।”2বাইহাকী, আস-সুনানুল কুবরা ৭/৯৫; ইবনু কাসীর, তাফসীর ৩/২৮৫।

ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন,
هُنَّ الْمُسْلِمَاتُ لَا تُـبْـدِيْـهِ لِيَهُوْدِيَّةٍ وَّلَا نَصْرَانِيَّةٍ وَّهُوَ النَّحْـرُ وَالْقُـرْطُ وَالْـوِشَاحُ وَمَا لَا يَحِـلُّ أَنْ يَّرَاهُ إِلَّا مَحْـرَمٌ
“‘আপন নারীগণ’ মুসলিম নারীগণ। গ্রীবা, বক্ষদেশ, কর্ণ বা কর্ণের অলঙ্কার, গলার অলঙ্কার ও দেহের যে সকল অঙ্গ মাহরাম নিকটাত্মীয় ছাড়া কারো সামনে অনাবৃত করা বৈধ নয় মুসলিম রমণী তার দেহের সে স্থান কোনো ইহূদী-খৃস্টান নারীর সামনে অনাবৃত করতে পারবে না।”3ইবনু কাসীর, তাফসীর ৩/২৮৫।

প্রসিদ্ধ তাবিয়ী মুফাস্সির ও ফকীহ মুজাহিদ (১০৪ হি.) বলেন,
لَا تَـضَـعُ الْمُسْلِمَةُ خِـمَارَهَا عِـنْدَ مُشْـرِكَـةٍ
“কোনো মুসলিম মহিলা কোনো অমুসলিম মহিলার সামনে নিজের মাথার ওড়না সরাবেন না।”4বাইহাকী, আস-সুনানুল কুবরা ৭/৯৫; ইবনু কাসীর, তাফসীর ৩/২৮৫

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, বই: পোশাক, পর্দা ও দেহ-সজ্জা, পৃ. ২৬১-২৬৩।