বিসমিল্লাহির রাহমানির রাহিম

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

মানবিক সাহায্যের আবেদন

করোনাকালীন সংকটময় মুহুর্তে লকডাউনের কারণে ঘরবন্দী আলিম-উলামা ও সাধারণ হতদরিদ্র খেটে-খাওয়া মানুষ মানবেতর জীবন-যাপন করছে। তাই আসুন তাদের সাহায্যের জন্য দানের হাত প্রশস্ত করি এবং অধিক সাওয়াবে অংশীদার হই।

কেননা জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ভাল আমল বা কাজের অনেক গুরুত্ব ও তাৎপর্য কুরআন ও হাদীসে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এই দশ দিনের ভাল কাজের চেয়ে ভাল কোনো আমল নাই। সাহাবীগণ বললেন, আল্লাহর পথে জিহাদও কি নয়? তখন তিনি বললেন, আল্লাহর পথে জিহাদের চেয়েও এই দশ দিনের ভাল আমল আল্লাহর কাছে প্রিয়। বুখারী, হাদীস নং ৯৬৯।

আর তারই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আস-সুন্নাহ ট্রাস্ট আবারও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চায়। এই মহতী উদ্দ্যোগে সামর্থ্যবানদেরকে শরীক হওয়ার জন্য উদাত্ত আহবান জানানো যাচ্ছে। মহান আল্লাহু তায়ালা সকলকে তাওফিক দান করুন এবং সকলের দান কবুল করুন, আমিন।

বিঃদ্রঃ – ৮ জিলহজ্জ (১৯-০৭-২০২১) সোমবারের ভিতরে নিম্নবর্ণিত নাম্বার সমূহে আপনাদের সাধারণ দান ও যাকাত গ্রহণ করা হবে।

প্যাকেজ

মাথাপিছু প্রতি  চাউল ২০ কেজি   মূল্য= ১০০০ টাকা।

মাথাপিছু প্রতি নগদ = ৫০০ টাকা।

মোট= ১৫০০ টাকা।  

Assunnah Trust

20501750201900314 (Regular)

Islami Bank Bangladesh Limited

Jhenaidah Branch, Bangladesh

বিকাশ নাম্বার 01718-136962 (পার্সনাল)

রকেট নাম্বার 01718-1369625

নগদ নাম্বার 01718-136962

সার্বিক যোগাযোগ- 01762629400